Thursday, November 14, 2024

ইয়েমেন উপকূলে গ্রীক বাণিজ্যিক জাহাজে হামলার দাবি করেছে হুতিরা

ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সোমবার লোহিত সাগরে জাহাজ চলাচলের রুটে একটি গ্রীক বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর দায় স্বীকার করেছে। ব্রিটিশ মেরিটাইমের একটি এজেন্সি এবং মার্কিন সামরিক বাহিনী এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
ইউএস সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম বলেছে, হুতিরা লোহিত সাগরে মাল্টার পতাকাবাহী গ্রীক বাণিজ্যিক জাহাজ এমভি সাইক্লেসকে লক্ষ্য করে জাহাজ বিধ্বংসী তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং তিনটি ড্রোন হামলা চালায়। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে বলেছে, ‘প্রাথমিকভাবে জানা গেছে এ হামলায় কেউ আহত হয়নি এবং জাহাজটি তার পথ চলা অব্যাহত রেখেছে।’
এরআগে, ইউকে মেরিটাইম সিকিউরিটি এজেন্সি (ইউকেএমটিও) ইয়েমেনের উত্তরপশ্চিমাঞ্চলীয় উপকূল হয়ে চলা একটি বাণিজ্যিক জাহাজের কাছে বিস্ফোরণের কথা জানিয়েছে।
রয়্যাল নেভি পরিচালিত সংস্থাটি আরো জানায়, হামলায় ‘জাহাজ এবং ক্রু নিরাপদ রয়েছে বলে জানা গেছে।’
মেরিটাইম সিকিউরিটি ফার্ম অ্যাব্রে বলছে, মাল্টার-পতাকাবাহী কন্টেইনার জাহাজটি জিবুতি থেকে জেদ্দা যাচ্ছিল।

spot_imgspot_img

মায়ের ঘুমপাড়ানি সুর শান্তিধারা

আমাদের জোনাকজ্বলা গ্রাম বিদ্যুৎ তখনও দেখেনি। সন্ধ্যার কাছে বিকেল নতজানু হতেই সবুজ পাহাড়েরা মিশকালো হয়ে যায়। ফলে- আমরা চালের ফুটো দিয়ে চাঁদ দেখি, আর...

মাহবুবা ফারজানা নতুন তথ্য সচিব

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন বেগম মাহবুবা ফারজানা। তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) ছিলেন। তাকে সচিব পদে পদোন্নতি...

এ এস এ ফাউন্ডেশনের এডুকেশন ফেয়ার প্রতিমাসেই

উচ্চ শিক্ষার্জন, জ্ঞানগর্বের অংশ। বিশ্বব্যাপী ইহার মুক্ত পরিবেশ বিবেচিত হওয়া উচিত। বিশ্বের নাম্বার ওয়ান রাষ্ট্র, যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির সুযোগ নিয়ে বাংলাদেশে ভর্তি মেলার আয়োজন...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here