ইউরো চ্যাম্পিয়নশিপে স্লোভেনিয়ার সাথে গ্রুপ পর্বের শেষ ম্যাচ গোলশুন্য ভাবে শেষ করেছে ইংল্যান্ড। তারপরও পাঁচ পয়েন্ট নিয়ে সি-গ্রুপের শীর্ষ দল হিসেবেই ইংল্যান্ড পরের রাউন্ডে উঠেছে। তিন পয়েন্ট করে সংগ্রহ করা অপর দুই দল ডেনমার্ক ও স্লোভেনিয়াও নক আউট পর্বের টিকেট পেয়েছে।
এদিকে ডি-গ্রুপের পোল্যান্ডের সাথে ১-১ গোলে ড্র করে শীর্ষস্থান হারিয়েছে ফ্রান্স। নেদারল্যান্ডসকে উত্তেচজনাপূর্ণ ম্যাচে ৩-২ গোলে পরাজিত করে এই গ্রুপের শীর্ষ দল হিসেবে পরের রাউন্ডে জায়গা করে নিয়েছে উজ্জীবিত অস্ট্রিয়া।
গ্যারেথ সাউথগেটের দল ইংল্যান্ড এখনো পর্যন্ত টুর্নামেন্টে নিজেদের সেরা ফর্ম খুঁজে পায়নি। কোলনে কাল আরো একটি সফল পারফরমেন্স থেকে বেশ খানিকটা দুরে ছিল ইংলিশরা। এ পর্যন্ত কেন, ফোডেন, বেলিংহামদের পারফরমেন্স নিয়ে পুরো ইংল্যান্ড জুড়ে যেভাবে সমালোচনা হচ্ছে তা অচিরেই ভুল প্রমান করতে না পারলে নক আউট পর্বে হয়তোবা একটু আগে ভাগেই বিদায় নিতে হবে সাউথগেটের দলকে।
মিউনিখে গ্রুপের আরেক ম্যাচে সার্বিয়া-ডেনমার্ক গোলশুন্য ড্র করায় ইংল্যান্ডের শীর্ষস্থান নিশ্চিত হয়। স্লোভেনিয়া ও ডেনমার্ক গ্রুপে একেবারে সমান পরিসংখ্যান নিয়ে প্রথম রাউন্ড শেষ করেছে। টেবিলের দ্বিতীয় দল হিসেবে পরের রাউন্ডে গেছে ডেনমার্ক। সেরা তৃতীয় দল হিসেবে স্লোভেনিয়াও ইংল্যান্ড ও ডেনমার্কের সঙ্গী হয়েছে।
ইংলিশ অধিনায়ক হ্যারি কেন বলেছেন, ‘টুর্নামেন্ট শুরুর আগে আমাদের এটাই লক্ষ্য ছিল, গ্রুপের শীর্ষ দল হিসেবে পরের রাউন্ডে যাওয়া। এই ম্যাচগুলো সত্যিই দারুন কঠিন ছিল। আমরা আগেও ইউরোতে বেশ কয়েকবার গ্রুপ পর্ব পার করে নক আউটে খেলেছি। আশা করছি এবার নিজেদের আরো এগিয়ে নিতে পারবো। পরের রাউন্ডে প্রতিপক্ষ যেই হোক না কেন ম্যাচটা কঠিনই হবে।’
কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেবার ম্যাচে আগামী রোববার প্রতিপক্ষ কে হচ্ছে তা জানার জন্য কিছু সময় অপেক্ষা করতে হবে ইংল্যান্ডকে।
ডেনমার্ক ও স্লোভেনিয়া উভয় দলই তিনটি করে ড্র নিয়ে একই গোল ব্যবধান ও একই গোলসংখ্যা নিয়ে গ্রুপ পর্ব শেষ করলেও ডিসিপ্লিনারি রেকর্ডে এগিয়ে থেকে দ্বিতীয় স্থান পেয়েছে ডেনমার্ক। স্লোভেনিয়া ডেনমার্কের চেয়ে একটি হলুদ কার্ড বেশী পেয়েছে। শেষ ষোলতে ড্যানিশদের প্রতিপক্ষ স্বাগতিক জার্মানী।
ডেনমার্কের কোচ কাসপার হুলমান্ড বলেছেন, ‘এই দলটি সত্যিই অসাধারণ। কিন্তু এই ধরনের প্রতিযোগিতায় প্রতিপক্ষ দলগুলোও কেউ কারো থেকে কম না। যে কারনে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ।’
এই প্রথমবারের মত বড় কোন টুর্নামেন্টে নক আউট পর্ব নিশ্চিত করায় স্লোভেনিয়ান সমর্থকরা দারুনভাবে উদযাপন করেছে। এই গ্রুপ থেকে শেষ দল হিসেবে বিদায় নিয়ে সার্বিয়া। এদিকে এই স্লোভেনিয়ার রেকর্ডের কারনে ক্রোয়েশিয়ারও বিদায় নিশ্চিত হয়েছে।
ডর্টমুন্ডে কিলিয়ান এমবাপ্পে গোলের দেখা পেলেও ফ্রান্সের জয় নিশ্চিত করতে পারেননি। পেনাল্টি স্পট থেকে এমবাপ্পে গোল করে ইউরোপীয়ান চ্যাম্পিয়নশীপে প্রথমবারের মত স্কোরশিটে নাম লিখিয়েছেন এমবাপ্পে। পোল্যান্ডের সাথে ১-১ গোলে ড্র হওয়ায় এবং নেদারল্যান্ডসকে অস্ট্রিয়া পরাজিত করায় ফ্রান্সের শীর্ষস্থান হাতছাড়া হয়েছে।
দিদিয়ের দেশ্যমের দল ২০১২ সালের ইউরোর পর এই প্রথমবারের মত বৈশি^ক কোন আসরে গ্রুপের শীর্ষস্থান হারালো। কাল বেশ কিছু গোলের সুযোগ নষ্ট করায় ফ্রান্স জয়ী হতে পারেনি।
দেশ্যম বলেন, ‘আমরা নিজেদের প্রথম লক্ষ্য পূরন করেছি। যদিও গ্রুপের শীর্ষস্থানটি পাওয়া হয়নি। কিন্তু পরের রাউন্ডে যাওয়া নিশ্চিত করতে পেরেছি। এখন থেকে নতুন করে আবারো প্রতিযোগিতা শুরু হলো।’
পোল্যান্ডের বিপক্ষে ফ্রান্সই বেশীরভাগ সময় আধিপত্য দেখিয়েছে। জার্মানিতে এ পর্যন্ত তিন ম্যাচে তাদের নামের পাশে মাত্র দুই গোল যোগ হয়েছে। অস্ট্রিয়ার ম্যাক্সিমিলিয়ান ওবারের আত্মঘাতি গোলের পর কাল এমবাপ্পের পেনাল্টি ছাড়া এখনো পর্যন্ত কোন গোল তারা করতে পারেনি। লেস ব্লুজরা শেষ ষোলতে গ্রুপ-ই’র রানার্স দল হিসেবে বেলজিয়াম, ইউক্রেন, রোমানিয়া কিংবা স্লোভাকিয়ার মধ্যে যেকোন একটি দলের মোকাবেলা করবে। এই চার দলই সমান ৩ পয়েন্ট করে অর্জন করেছে। এছাড়া গ্রুপের দ্বিতীয় দল হওয়ায় নক আউট পর্বে পরবর্তীতে সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে ফ্রান্স পেতে যাচ্ছে জার্মানি, স্পেন অথবা পর্তুগালকে।
অস্ট্রিয়ার বিপক্ষে নাক ভেঙ্গে যাওয়ায় চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এমবাপ্পে মাস্ক পড়ে খেলতে নেমেছিলেন। শেষ পর্যন্ত ৫৬ মিনিটে এমবাপ্পে ইউরোতে গোলের দেখা পান। ওসমানে ডেম্বেলেকে ফাউলের অপরাধে জ্যাকুব কিউইরের বিপক্ষে পেনাল্টি আদায় করে নেয় ফ্রান্স। স্পট কিক থেকে ফ্রান্সকে এগিয়ে দেন এমবাপ্পে। ম্যাচ শেষের ১৩ মিনিট আগে ক্যারর সুইডার্স্কি ফ্রান্সের বিপক্ষে পেনাল্টি আদায় করে নেন। রবার্ট লিওয়ানদোস্কির প্রথম শটটি মাইক মেইগনান সহজেই রুখে দিলেও লাইন থেকে বেরিয়ে আসার কারনে পুনরায় শটটি নেবার সুযোগ পায় পোল্যান্ড। এবার আর কোন ভুল করেননি লেভা।
রাল্ফ রাংনিকের অধীনে উজ্জীবিত অস্ট্রিয়া প্রথম ম্যাচে ফ্রান্সের কাছে পরাজিত হলেও গকাল দারুন এক ম্যাচে ৩-২ গোলে ডাচদের পরাজিত করে ডি-গ্রুপের শীর্ষ দল হিসেবে নক আউট পর্বের টিকেট নিশ্চিত করেছে।
যেকোন টুর্ণামেন্টে কমলা জার্সিতে পুরো স্টেডিয়ামকে রঙ্গীন করে দেবার ক্ষেত্রে ডাচ সমর্থকদের খ্যাতি রয়েছে। কালও তার ব্যতিক্রম হয়নি। কিন্তু কাল বার্লিনে কমলা সমর্থকদের ছাড়িয়ে গিয়েছিল অস্ট্রিয়ানরা। ৬ মিনিটে ডনিয়েল মালেনের আত্মঘাতি গোলে অস্ট্রিয়া এগিয়ে গেলে পুরো স্টেডিয়াম উল্লাসে ফেটে পড়ে। বিরতির পর দুই মিনিটের মধ্যে সমতায় ফিরে নেদারল্যান্ডস। অস্ট্রিয়ান মিডফিল্ডার ফ্লোরিয়ান গ্রিলিশ মধ্যমাঠে বলের পজিশন হারালে দ্রুত একটি কাউন্টার এ্যাটাক থেকে কোডি গাকপো দারুন ফিনিশিংয়ে ডাচদের সমতায় ফেরান। ৫৯ মিনিটে রোমানো শিমিডের হেডে অস্ট্রিয়া আবারো লিড নেয়। ৭৫ মিনিটে বদলী খেলোয়াড় ওট ওয়েগর্স্টের পাসে মেমফিস ডিপের দুর্দান্ত ভলিতে আবারো সমতায় ফিরে নেদারল্যান্ডস। পাঁচ মিনিট পর মার্সেল সাবিটাইজারের গোলে অস্ট্রিয়ার দারুন জয় নিশ্চিত হয়।
প্রথমবারের মত কোয়ার্টার ফাইনাল নিশ্চিতের পথে অস্ট্রিয়া প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে তুরষ্ক, চেক প্রজাতন্ত্র কিংবা জর্জিয়ার মধ্যে যেকোন একটি দলকে।
নেদারল্যান্ডস পরের রাউন্ডে খেলবে গ্রুপ-সি কিংবা গ্রুপ-ই’র শীর্ষ দলের বিপক্ষে