Thursday, January 16, 2025

বুয়েটের শিক্ষার্থীরা ‘উচ্ছ্বসিত’ টগি ফান ওয়ার্ল্ডের লেজার ট্যাগে

টগি ফান ওয়ার্ল্ড থিম পার্কে সম্প্রতি আন্ত বিভাগ ‘লেজার ট্যাগ’  টুর্নামেন্টের আয়োজন করেছে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৩ সালের ব্যাচ।

গত বুধবার ঢাকার বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে দক্ষিণ এশিয়ার বৃহত্তম ভার্টিক্যাল ভার্চুয়াল রিয়ালিটি থিম পার্কে এই টুর্নামেন্টে তিন রাউন্ডে ৯টি ম্যাচে অংশগ্রহণ করেন দেশের শীর্ষ প্রযুক্তি শিক্ষাপ্রতিষ্ঠানের ১০ বিভাগের ৭০ জন শিক্ষার্থী।

লেজার ট্যাগ হলো ইলেকট্রনিক গেমিং গানে লেজারের খেলা, যেখানে টিম হিসেবে অংশ নিয়ে একে অপরকে টার্গেট করে লেজার দিয়ে হিট করে। সবচেয়ে বেশি প্লেয়ারকে লেজারের মাধ্যমে হিট করে খেলায় জয়ী হতে হয়।

‘লেজার ট্যাগ’ টুর্নামেন্টে বুয়েটের অংশগ্রহণকারী বিভাগগুলো হলো ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, ন্যানোমেটেরিয়ালস অ্যান্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং, ওয়াটার রিসোর্সেস ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং ও ইন্ডাস্ট্রিয়াল প্রডাকশন ইঞ্জিনিয়ারিং।

টুর্নামেন্টের ইভেন্ট পার্টনার ছিল টগি ফান ওয়ার্ল্ড। ফাইনাল ম্যাচে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শাহরিয়ার জামান সর্বোচ্চ স্কোর করেন। বিজয়ীদের বিশেষ উপহার দেওয়া হয়।

বসুন্ধরা সিটির লেভেল ৯ থেকে ১৮ পর্যন্ত টগি ফান ওয়ার্ল্ড  থিম পার্কে রয়েছে লেজার ট্যাগ, পেইন্টবল, ভার্চুয়াল রিয়ালিটি ও অগমেন্টেড রিয়ালিটি গেম এবং রোলার কোস্টারের মতো রোমাঞ্চকর সব গেমস ও রাইডস। পুরো পরিবার একসঙ্গে আনন্দে মেতে উঠতে ১৭৬টিরও বেশি গেমস ও রাইড রয়েছে এই থিম পার্কে।

spot_imgspot_img

ছবিটা তুলে রাখুন ঐতিহাসিক হয়ে থাকবে : ড. ইউনূস

গ্রামীণ টেলিকমের শ্রমিক-কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৫ কোটি টাকা আত্মসাৎ এবং পাচারের অভিযোগে করা মামলায় জামিন পেয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস।...

মায়ের ঘুমপাড়ানি সুর শান্তিধারা

আমাদের জোনাকজ্বলা গ্রাম বিদ্যুৎ তখনও দেখেনি। সন্ধ্যার কাছে বিকেল নতজানু হতেই সবুজ পাহাড়েরা মিশকালো হয়ে যায়। ফলে- আমরা চালের ফুটো দিয়ে চাঁদ দেখি, আর...

মাহবুবা ফারজানা নতুন তথ্য সচিব

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন বেগম মাহবুবা ফারজানা। তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) ছিলেন। তাকে সচিব পদে পদোন্নতি...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here