Saturday, February 15, 2025

বাকিংহাম প্যালেস : এবার ব্যালকনির পেছনের ঘরটি দেখার সুযোগ

নিজস্ব প্রতিবেদক,অর্থভুবন

বিশেষ বিশেষ দিনে বা ঘটনার ক্ষেত্রে বাকিংহাম প্যালেসের ব্যালকনি থেকে দেশবাসীর সামনে দেখা দিয়ে থাকেন রাজা বা রানিসহ ব্রিটিশ রাজপরিবারের সদস্যরা। সে কারণে প্রাসাদটির সামনে দাঁড়িয়ে ওপরের ব্যালকনির দিকেই চোখ থাকে সাধারণ মানুষের। এবার প্রথমবারের মতো সেই ব্যালকনির পেছনের ঘরটি কেমন, তা দেখার সুযোগ হচ্ছে জনগণের।

বাকিংহাম প্যালেসের পূর্ব অংশটিতে পাঁচ বছর ধরে সংস্কারকাজ চালানো হয়েছে।

সযত্নে পরিচালিত এ কাজে প্রাসাদের এ অংশটির চাকচিক্য ফিরিয়ে আনা হয়েছে। পরীক্ষামূলকভাবে আগামী সপ্তাহ থেকেই একটি ফি’র বিনিময়ে সেখানে প্রবেশ করতে পারবে সাধারণ দর্শনার্থী। তবে ঘর থেকে ব্যালকনিতে যেতে পারবে না কেউ। কেন, তা ঘরটিতে ঢুকলেই যে কেউ বুঝবে।

ব্যালকনিটা খুবই সরু, এর রেলিংও খুবই নিচু। অর্থাৎ একসঙ্গে অনেক লোক সেখানে যাওয়া আসলে ঝুঁকিপূর্ণ। তবে ঘরের ভেতর থেকে জানালা দিয়ে তাকালেই আপনি যেন স্বয়ং রাজা ও রানি, প্রিন্স উইলিয়াম ও ক্যাথরিনের চোখে দেখতে পাবেন বাইরেটা। রাজপরিবারের বিষয়ের লেখক রবার্ট হার্ডম্যান ওই জানালাগুলোর পর্দাকে বলেছেন ‘বিশ্বের সবচেয়ে বিখ্যাত নেটের পর্দা।

ব্যালকনির পেছনের কক্ষটিতে ছাদ থেকে ঝুলছে একটি বিশাল লিলি ফুলের নকশার ল্যাম্প। দেয়ালগুলো চীনা থিমের শিল্পে আচ্ছাদিত।

 

বাকিংহাম প্যালেসের পূর্ব অংশটি নির্মাণের জন্য রানি ভিক্টোরিয়া ব্রাইটনের রয়াল প্যাভিলিয়ন বিক্রি করে অর্থায়ন করেছিলেন। এশিয়ার নানা ধরনের জমকালো ধাঁচের শিল্পশৈলীর মিশ্রণ ঘটেছিল সাগরতীরের ওই অবকাশকেন্দ্রটিতে। পুরনো সামগ্রী নতুনভাবে ব্যবহারে উন্মুখ ছিলেন রাজপরিবারের সদস্যরা। সেই উনিশ শতকে তাই তাঁরা ব্রাইটনের রয়াল প্যাভিলিয়নের চীনা ও জাপানি ঘরানার সজ্জাসামগ্রীগুলো নিয়ে আসেন লন্ডনের বাকিংহাম প্যালেসে।  এসবের মধ্যে ছিল দরজা, গিল্টি করা পর্দার রড, ফায়ারপ্লেস ও চীনামাটির তৈরি আলংকারিক প্যাগোডা।

সূত্র : বিবিসি

spot_imgspot_img

দুপুরে হালকা বিশ্রাম নেওয়ার সুফল

দুপুরে কিছু সময় বিশ্রাম নেওয়াকে আরবিতে ‘কায়লুলাহ’ বলা হয়। যদি রাতের সময় যথেষ্ট পরিমাণে ঘুম না হয় বা কোনো কারণে রাতের ঘুম পূর্ণ না...

রংপুর ও সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে

আবহাওয়া অফিস জানিয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে রংপুর ও সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি...

জুলাই শহীদ পরিবারদের এককালীন টাকার পাশাপাশি মাসিক ভাতা ও চাকরির কথা বলা হয়েছে : নাহিদ

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন নির্মূলে বিগত আওয়ামী লীগ সরকারের বিভিন্ন বাহিনীর হাতে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারকে এককালীন টাকার পাশাপাশি মাসিক ভাতা এবং পরিবারের সদস্যদের...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here