নিজস্ব প্রতিবেদক,অর্থভুবন
বিশেষ বিশেষ দিনে বা ঘটনার ক্ষেত্রে বাকিংহাম প্যালেসের ব্যালকনি থেকে দেশবাসীর সামনে দেখা দিয়ে থাকেন রাজা বা রানিসহ ব্রিটিশ রাজপরিবারের সদস্যরা। সে কারণে প্রাসাদটির সামনে দাঁড়িয়ে ওপরের ব্যালকনির দিকেই চোখ থাকে সাধারণ মানুষের। এবার প্রথমবারের মতো সেই ব্যালকনির পেছনের ঘরটি কেমন, তা দেখার সুযোগ হচ্ছে জনগণের।
বাকিংহাম প্যালেসের পূর্ব অংশটিতে পাঁচ বছর ধরে সংস্কারকাজ চালানো হয়েছে।
ব্যালকনিটা খুবই সরু, এর রেলিংও খুবই নিচু। অর্থাৎ একসঙ্গে অনেক লোক সেখানে যাওয়া আসলে ঝুঁকিপূর্ণ। তবে ঘরের ভেতর থেকে জানালা দিয়ে তাকালেই আপনি যেন স্বয়ং রাজা ও রানি, প্রিন্স উইলিয়াম ও ক্যাথরিনের চোখে দেখতে পাবেন বাইরেটা। রাজপরিবারের বিষয়ের লেখক রবার্ট হার্ডম্যান ওই জানালাগুলোর পর্দাকে বলেছেন ‘বিশ্বের সবচেয়ে বিখ্যাত নেটের পর্দা।
বাকিংহাম প্যালেসের পূর্ব অংশটি নির্মাণের জন্য রানি ভিক্টোরিয়া ব্রাইটনের রয়াল প্যাভিলিয়ন বিক্রি করে অর্থায়ন করেছিলেন। এশিয়ার নানা ধরনের জমকালো ধাঁচের শিল্পশৈলীর মিশ্রণ ঘটেছিল সাগরতীরের ওই অবকাশকেন্দ্রটিতে। পুরনো সামগ্রী নতুনভাবে ব্যবহারে উন্মুখ ছিলেন রাজপরিবারের সদস্যরা। সেই উনিশ শতকে তাই তাঁরা ব্রাইটনের রয়াল প্যাভিলিয়নের চীনা ও জাপানি ঘরানার সজ্জাসামগ্রীগুলো নিয়ে আসেন লন্ডনের বাকিংহাম প্যালেসে। এসবের মধ্যে ছিল দরজা, গিল্টি করা পর্দার রড, ফায়ারপ্লেস ও চীনামাটির তৈরি আলংকারিক প্যাগোডা।
সূত্র : বিবিসি