উচ্চ শিক্ষার্জন, জ্ঞানগর্বের অংশ। বিশ্বব্যাপী ইহার মুক্ত পরিবেশ বিবেচিত হওয়া উচিত। বিশ্বের নাম্বার ওয়ান রাষ্ট্র, যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির সুযোগ নিয়ে বাংলাদেশে ভর্তি মেলার আয়োজন নিত্যনৈমিত্তিক ব্যাপার| যুক্তরাষ্ট্র দূতাবাসের অফিশিয়াল প্ল্যাটফরম ‘এডুকেশন ইউএসএ’। এই মেলায় অংশগ্রহণ করবে যুক্তরাষ্ট্রের ১০টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদল। বাংলাদেশের শিক্ষার্থীদের এসব বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগসহ সহযোগিতামূলক পরামর্শ দেবে তারা। গতকাল এডুকেশন ইউএসএর পক্ষ থেকে জানানো হয়, আগামী সোমবার গুলশানের ইএমকে সেন্টারে বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই মেলা অনুষ্ঠিত হবে। তারই ধারাবাহিকতায় রেইস্ আইইএলটিএস পরামর্শক্রমে বহুমাত্রিক জ্ঞান চর্চ্চায় প্রতিভা ও প্রযুক্তির যুগে বিশ্বের দরবারে স্ব স্ব অবস্থান বিনির্মাণে অবিরাম চেষ্টা চালিয়ে যাবে।
ভর্তি মেলায় অংশগ্রহণ করছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল মিশিগান ইউনিভার্সিটি, ডেপাউ ইউনিভার্সিটি, অ্যাম্ব্রি রিডল অ্যারোনটিক্যাল ইউনিভার্সিটি, আইওয়া স্টেট ইউনিভার্সিটি, নিউজার্সি ইনস্টিটিউট অব টেকনোলজি, নিউ ইয়র্ক ইনস্টিটিউট অব টেকনোলজি, ইউনিভার্সিটি অব অ্যারিজোনা, ইউনিভার্সিটি অ্যাট বাফেলো ( দ্য স্টেট ইউনিভার্সিটি অব্ নিউ ইয়র্ক ), ইউনিভার্সিটি অব ক্যানসাস্ এবং ইউনিভার্সিটি অব্ সাউথ ড্যাকোটার প্রতিনিধিরা। পাশাপাশি অষ্ট্রেলিয়া, কানাডা, ইউরোপ, জাপান, জার্মান, বেলজিয়াম, তাইওয়ান ও চীন ঐ সমস্ত দেশের ভাষা আয়ত্ব ক’রে স্কলারশিপ্ নিয়েস্কলার্স সিটিজেন হয়ে নিজ দেশে অগ্রণী ভূমিকা রাখতে সচেষ্ট থাকবেন।