তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন বেগম মাহবুবা ফারজানা। তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) ছিলেন। তাকে সচিব পদে পদোন্নতি দিয়ে গতকাল বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
মাহবুবা ফারজানা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সদ্য সাবেক জ্যেষ্ঠ সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকারের স্থলাভিষিক্ত হচ্ছেন। গত ১২ সেপ্টেম্বর হুমায়ুন কবীর খোন্দকারকে ওএসডি করেছিল সরকার।
এদিকে ঢাকা ও রংপুরে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে ঢাকার বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব শরফ উদ্দিন আহমেদ চৌধুরী এবং রংপুরের বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের পরিচালক মো. শহিদুল ইসলাম। গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।