আগস্ট ২১, ২০২৩
রাষ্ট্রায়ত্ত আর্থিক প্রতিষ্ঠান ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) ২০২২-২৩ অর্থবছরের নিট লাভের ওপর সরকারকে ৭০ কোটি টাকা লভ্যাংশ দিয়েছে। গতকাল অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের কাছে আনুষ্ঠানিকভাবে লভ্যাংশের চেকটি হস্তান্তর করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ও ইডকল চেয়ারম্যান শরিফা খান। এ সময় উপস্থিত ছিলেন ইডকলের পরিচালক আব্দুল হক, নির্বাহী পরিচালক ও সিইও আলমগীর মোরসেদ, ডেপুটি সিইও ও সিএফও এসএম মনিরুল ইসলাম, হেড অব রিনিউয়েবল এনার্জি মো. এনামুল করিম পাভেলসহ ইডকলের ঊর্ধ্বতন কর্মকর্তারা।