অর্থভুবন ডেস্ক
ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস তাদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি (ওয়ার্কিং কমিটি) পুনর্গঠন করেছে। নির্বাচন সামনে রেখে দলটির প্রধান এই নীতিনির্ধারণী কমিটিতে বেশ কিছু চমকপ্রদ সংযোজন করা হয়েছে।
৩৯ সদস্যের কমিটিতে নতুন করে জায়গা পেয়েছেন জ্যেষ্ঠ নেতা শচীন পাইলট। রাজস্থানে বিধানসভা নির্বাচন সামনে রেখে তাঁকে শান্ত রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
২০২০ সালে অশোক গেহলতের সরকারের বিরুদ্ধে বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন শচীন। এরপর তাঁকে রাজস্থান কংগ্রেসের প্রধান ও উপমুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হয়।
কমিটিতে জায়গা পেয়েছেন আনন্দ শর্মা ও শশী থারুর। সমস্যায় জর্জরিত কংগ্রেসের মধ্যকার সংকটের সমাধান করতে দলটির প্রধান সোনিয়া গান্ধীকে চিঠি দেওয়া কংগ্রেসের আলোচিত ২৩ জ্যেষ্ঠ নেতার মধ্যে রয়েছেন এই দুজন।
কমিটিতে জায়গা পেয়েছেন দীপা দাস মুন্সি ও সৈয়দ নাসির হুসেইন। দীপা মুন্সি পশ্চিমবঙ্গের সাবেক সংসদ সদস্য এবং প্রবীণ কংগ্রেস নেতা প্রয়াত প্রিয়রঞ্জন দাস মুন্সির স্ত্রী। অন্যদিকে রাজ্যসভার সদস্য নাসির হুসেইন কংগ্রেসের জাতীয় মিডিয়া প্যানেলিস্ট হিসেবে কাজ করেছেন।
কার্যনির্বাহী কমিটিতে জায়গা পেয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র।
নতুন কমিটিতে পঞ্চাশের কম বয়সী মাত্র তিনজন জায়গা পেয়েছেন। তাঁরা হলেন শচীন পাইলট, গৌরব গগৈ ও কে প্যাটেল। সূত্র : এনডিটিভি