অর্থভুবন ডেস্ক
সর্বজনীন পেনশন ব্যবস্থায় দেশের গণমাধ্যম শিল্পে বৈশাখী টেলিভিশন সবার আগে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এজন্য প্রতিষ্ঠানের ৫০ বছরের নিচের সব কর্মীর পেনশন স্কিমের প্রথম কিস্তির টাকা প্রতিষ্ঠানের তহবিল থেকে দেওয়ার ঘোষণা দিয়েছেন টেলিভিশনের উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন। তিনি বলেন, কর্মীরা দেরি না করে যাতে দ্রুত সরকারের ঐতিহাসিক এই পেনশন স্কিমে যুক্ত হয় সেজন্য প্রথম কিস্তির টাকা আমি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সংবাদ বিজ্ঞপ্তি।