অর্থভুবন ডেস্ক
ভারতের বাজারে ৪০ বছর বাণিজ্যিক যানবাহন বাজারজাত করছে এসএমএল ইসুজু। ৩০ বছরেরও বেশি সময় উত্তরা মোটরসের মাধ্যমে বাংলাদেশেও ব্যবসা পরিচালনা করে আসছে প্রতিষ্ঠানটি। উত্তরা মোটরস বাংলাদেশে এসএমএল ইসুজু ইন্ডিয়ার ট্রাক ও টিপারের একমাত্র পরিবেশক।
সম্প্রতি উত্তরা মোটরসের চেয়ারম্যান ও এমডি মতিউর রহমানের হাতে বাংলাদেশে ৩০ বছর অংশীদারির স্বীকৃতি স্মারক তুলে দেন এসএমএল ইসুজু ইন্ডিয়ার নির্বাহী পরিচালক রামতা।
এ সময় এসএমএল ইসুজু ইন্ডিয়া ও উত্তরা মোটরসের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসএমএল ইসুজু গাড়ির সংযোজন করার জন্য চট্টগ্রামে উত্তরা মোটরসে রয়েছে অ্যাসেম্বলিং প্লান্ট এবং একটি অভিজ্ঞ সুসজ্জিত পরিষেবা দল। উত্তরা মোটরস নব্বইয়ের দশকের শুরু থেকে এসএমএল ইসুজুর ট্রাক ও টিপার বিক্রি করে আসছে। এ পর্যন্ত সারা দেশে ১৫ হাজারেরও বেশি এসএমএল ইসুজু গাড়ির গ্রাহক রয়েছে।