সম্প্রতি ১৬তম জুডিশিয়ারির লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। পাস করেছেন ৬১৯ জন। ভাইভা শুরু হবে আগামী ২ সেপ্টেম্বর। চলবে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত। নিজের অভিজ্ঞতার আলোকে নমুনা ভাইভা তুলে ধরেছেন ১৫তম জুডিশিয়ারিতে সহকারী জজ হিসেবে সুপারিশ পাওয়া সুমাইয়া জান্নাত।
ভাইভা অভিজ্ঞতা
২০২২ সালের ২৯ ডিসেম্বর আমার ভাইভা অনুষ্ঠিত হয়। সিরিয়াল নম্বর ছিল ১১। বিকেল ৪টা ২০ মিনিটে ভাইভা বোর্ডে প্রবেশ করি। ভাইভা বোর্ডে প্রায় ১৫ মিনিটের মতো ছিলাম। বোর্ডে ছিলেন তিনজন। এর মধ্যে একজন ছিলেন হাইকোর্টের বিচারপতি নজরুল ইসলাম স্যার। আমি প্রবেশ করতেই তিনি আমাকে বললেন, আপনি তো আগেরবারও ভাইভা দিয়েছিলেন। বাকি দুজন আমাকে প্রশ্ন করেছেন
১ম প্রশ্নকর্তা: নাম কী?
আমি: সুমাইয়া জান্নাত
২য় প্রশ্নকর্তা: আপনার বাবা কী করেন?
আমি: ২০১১ সালে তিনি মারা গেছেন। হাইস্কুলের শিক্ষক ছিলেন।
১ম প্রশ্নকর্তা: জজের চাকরিতে তো অনেক চাপ। রাতেও কাজ করতে হয়। সংসার সামলিয়ে চাকরি করতে পারবেন?
আমি: আমি পরিশ্রম করতে পছন্দ করি। চাপ সামলে কাজ করার মানসিকতা নিয়েই চাকরিতে জয়েন করব এবং আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব।
২য় প্রশ্নকর্তা: রাত কয়টা পর্যন্ত পড়াশোনা করেন?
আমি: ১২টা বা সাড়ে ১২টা পর্যন্ত স্যার।
১ম প্রশ্নকর্তা: Family court ordinance অনুযায়ী কোন কোন বিষয়ে মামলা করা যায়?
আমি: দেনমোহর, বিবাহবিচ্ছেদ, দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধার, ভরণপোষণ, কিন্তু Guardianship-এর কথা কোনোভাবেই মনে করতে পারছিলাম না।
১ম প্রশ্নকর্তা: এটি হলো best interest/welfare।
আমি: জি স্যার, এখন মনে পড়েছে।
২য় প্রশ্নকর্তা: আপনার বাড়ি কোথায়?
আমি: শেরপুর।
২য় প্রশ্নকর্তা: থাকেন কোথায়?
আমি: ময়মনসিংহ।
২য় প্রশ্নকর্তা: বাড়ি শেরপুর, ময়মনসিংহ থাকেন কেন? কার সঙ্গে থাকেন?
আমি: ভাইয়ের সঙ্গে থাকি। এখানে থেকে চাকরির জন্য পড়াশোনা করি।
১ম প্রশ্নকর্তা: Constitution-এর Article 31-এ কী বলা আছে?
আমি: কারও স্বাধীনতা, সুনাম, সম্মান নষ্ট করার জন্য কোনো বিধান করা যাবে না এবং রাষ্ট্রে বসবাসরত সব ব্যক্তি আইনের সমান আশ্রয়লাভের অধিকারী হবে।
১ম প্রশ্নকর্তা: এখানে একটা word use করা হয়, সেটা কী?
আমি: আবার বললাম আইনের আশ্রয়লাভের অধিকারী। পরে উনি বলে দিলেন Due process of law.
২য় প্রশ্নকর্তা: আরজি কোন ground-এ সংশোধন করা যায়?
আমি: পক্ষদের মধ্যে প্রকৃত বিরোধ নির্ণয়ের জন্য যদি প্রয়োজন হয়, মামলার অপর পক্ষের যাতে ক্ষতি না হয় সেদিকে খেয়াল রেখে আরজি সংশোধন করা যায়।
২য় প্রশ্নকর্তা: আরজি সংশোধনের পর কি লিখিত জবাব দাখিল করা যায়?
আমি: সঙ্গে সঙ্গে বলে ফেলেছি, যায় না। পরে আবার বলেছি, লিখিত জবাব দাখিল করা যায়।
১ম প্রশ্নকর্তা: Constitution-এর 1st amendment-এ কী বলা আছে?
আমি: গণহত্যাজনিত অপরাধ, মানবতাবিরোধী অপরাধ সম্পর্কে বলা আছে।
১ম প্রশ্নকর্তা: ডিটেইলস বলেন।
আমি: এই সংশোধনী দ্বারা সংবিধানের ৪৭(৩) অনুচ্ছেদ সংযুক্ত করা হয়, যেখানে উল্লেখ করা হয় গণহত্যাজনিত, মানবতাবিরোধী, যুদ্ধাপরাধে কাউকে আটক, দণ্ডদান করার জন্য কোনো আইন বা বিধান করা হলে তা যদি সংবিধানের সঙ্গে অসামঞ্জস্য বা তার পরিপন্থী হয়, শুধু এ কারণে ওই আইন বা বিধান বাতিল বলে গণ্য হবে না। এ ছাড়া এই সংশোধনী দ্বারা ৪৭(ক) অনুচ্ছেদ যুক্ত করা হয়, যেখানে বলা আছে, যাদের ক্ষেত্রে ৪৭(৩) অনুচ্ছেদ প্রযোজ্য, ওই ব্যক্তিদের ক্ষেত্রে কিছু সাংবিধানিক অধিকার, যা ৩১, ৩৫(১), ৩৫(৩) এবং ৪৪ অনুচ্ছেদে নিশ্চয়তা দেওয়া হয়েছে, তা অপ্রযোজ্য হবে। কোনো যুদ্ধাপরাধী তার মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য হাইকোর্ট বিভাগে রিট করতে পারবে না।
১ম প্রশ্নকর্তা: ধন্যবাদ, সুন্দর করে বলেছেন। আচ্ছা ঠিক আছে, যান।
আমি সালাম দিয়ে ভাইভা বোর্ড ত্যাগ করলাম।