Saturday, December 7, 2024

পেট্রল পাম্প মালিক সমিতির হুঁশিয়ারি ৩ সেপ্টেম্বর থেকে তেল উত্তোলন বন্ধ

নিজস্ব প্রতিবেদক

জ্বালানি তেল বিক্রিতে কমিশন বাড়ানোসহ তিন দফা দাবি জানিয়েছে বাংলাদেশ পেট্রল পাম্প মালিক সমিতি ও বাংলাদেশ ট্যাংক লরি ওনার্স অ্যাসোসিয়েশন। আগামী ৩১ আগস্টের মধ্যে দাবি বাস্তবায়িত না হলে ৩ সেপ্টেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন এবং পরিবহন বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন সংগঠনটির নেতারা। গতকাল রবিবার দুপুরে ধানমণ্ডির সীমান্ত স্কয়ারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন বাংলাদেশ পেট্রল পাম্প মালিক সমিতির সভাপতি ও বাংলাদেশ ট্যাংক লরি ওনার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল।

সংবাদ সম্মেলনে বলা হয়, আগামী ৩১ আগস্টের মধ্যে অ্যাসোসিয়েশনের পেশকৃত তিন দফা দাবি বাস্তবায়ন করে তা গেজেট আকারে প্রকাশ করতে হবে।

নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়িত না হলে আগামী ৩ সেপ্টেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য সারা দেশের ব্যবসায়ীরা জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন থেকে বিরত থাকবেন।

সংগঠন দুটির সভাপতি সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল বলেন, ‘আমাদের দাবিগুলো পুরনো। জ্বালানি তেলের দাম যখন ধাপে ধাপে বাড়ানো হলো, তখন আমাদের কমিশন কমিয়ে দেওয়া হয়। তেলের দাম যদি বাড়ানোই হয়, তাহলে আমাদের কমিশনও বাড়ানো হোক।

বাস্তবতা হলো আমাদের বিনিয়োগ বেড়ে গেছে, সুতরাং আমাদের কমিশনও বাড়াতে হবে।’

তিন দফা দাবির মধ্যে রয়েছে—জ্বালানি তেল বিক্রয় কমিশন ৭.৫০ শতাংশ নির্ধারণ করা। পেট্রল পাম্পের ব্যবসায়ীরা যে কমিশন এজেন্ট, তা গেজেট আকারে প্রকাশ করা। ট্যাংক লরি ভাড়ার ওপর ভ্যাট সংযুক্ত নয়, এ বিষয়ে সুস্পষ্ট গেজেট প্রকাশ এবং ২৫ বছরের ঊর্ধ্বে ট্যাংক লরির ইকোনমিক লাইফের জন্য আলাদাভাবে সুস্পষ্ট গেজেট প্রকাশ করা।

 

spot_imgspot_img

ছবিটা তুলে রাখুন ঐতিহাসিক হয়ে থাকবে : ড. ইউনূস

গ্রামীণ টেলিকমের শ্রমিক-কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৫ কোটি টাকা আত্মসাৎ এবং পাচারের অভিযোগে করা মামলায় জামিন পেয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস।...

মায়ের ঘুমপাড়ানি সুর শান্তিধারা

আমাদের জোনাকজ্বলা গ্রাম বিদ্যুৎ তখনও দেখেনি। সন্ধ্যার কাছে বিকেল নতজানু হতেই সবুজ পাহাড়েরা মিশকালো হয়ে যায়। ফলে- আমরা চালের ফুটো দিয়ে চাঁদ দেখি, আর...

মাহবুবা ফারজানা নতুন তথ্য সচিব

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন বেগম মাহবুবা ফারজানা। তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) ছিলেন। তাকে সচিব পদে পদোন্নতি...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here