ক্রীড়া ডেস্ক,অর্থভুবন
মেজর লিগ সকারে অভিষেক হলো আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির। গতকাল নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে ইন্টার মায়ামি। এই ম্যাচে ৬০ মিনিটে লিওনার্দো ক্যাম্পানার পরিবর্তে মাঠে নামেন মেসি। যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর পর টানা ম্যাচ খেলে চলেছেন মেসি। গোলও করে চলেছেন নিয়মিত। মেজর লিগ সকারে নিজের প্রথম ম্যাচটা বেঞ্চ থেকে শুরু করলেও গোল করতে ভুল করলেন না। ম্যাচের ৮৯ মিনিটে গোল করেন মেসি। এর আগে ইন্টার মায়ামির পক্ষে গোল করেন দিয়েগো গোমেজ। মেজর লিগ সকারে নিজের অভিষেকটা গোল দিয়েই রাঙিয়ে রাখলেন লিওনেল মেসি। এরই মধ্যে নতুন ক্লাবের জার্সিতে সব প্রতিযোগিতা মিলে ৯ ম্যাচে ১১ গোল করেছেন আর্জেন্টাইন তারকা। মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সে ইন্টার মায়ামির অবস্থা বেশ খারাপ। ১৫ দলের মধ্যে সবার নিচে ছিল তারা। তবে গতকালের জয়ে এক ধাপ উপরে উঠেছে দলটা। ২৩ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে অবস্থান করছে ইন্টার মায়ামি। এ মৌসুমে কনফারেন্সে সেরা হতে পারছেন না মেসিরা। তবে উপরের দিকে উঠে যেতে পারে ইন্টার মায়ামি।