Saturday, February 15, 2025

অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান এআইবিএলের -ইকবাল হোসেন চৌধুরী

অর্থভুবন প্রতিবেদক

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের (এআইবিএল) নবনির্বাচিত চেয়ারম্যান আবদুস সামাদ লাবুকে অভিনন্দন জানিয়েছেন দেশের স্বনামধন্য শিল্পগোষ্ঠী পিএইচপি ফ্যামিলির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইকবাল হোসেন চৌধুরী। গতকাল সোমবার এক বিবৃতিতে তিনি এ অভিনন্দন জানান।

ইকবাল হোসেন চৌধুরী বিবৃতিতে বলেন, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। দেশের বৃহৎ শিল্প গ্রুপ এস আলম গ্রুপের ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পপতি আবদুস সামাদের হাত ধরে আধুনিক ব্যাংকিং জগতে আরও বহুদূর এগিয়ে যাবে। ব্যাংক ও প্রতিষ্ঠানের চেয়ারম্যানের সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন ইকবাল হোসেন চৌধুরী।

 

গত রবিবার আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের ৩৯০তম সভায় সর্বসম্মতিক্রমে পরিচালক পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হন আবদুস সামাদ লাবু। তিনি আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের অন্যতম উদ্যোক্তা পরিচালক। চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার বাসিন্দা আবদুস সামাদ দেশের একজন বিশিষ্ট শিল্পপতি, ব্যবসায়ী ও সমাজসেবক। এস আলম গ্রুপের ভাইস চেয়ারম্যান, এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেডের চেয়ারম্যান, জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল একুশে টেলিভিশনের (ইটিভি) ভাইস চেয়ারম্যান। আবদুস সামাদ বায়তুস-শরফ ফাউন্ডেশন ও চট্টগ্রাম সমিতি ঢাকার নির্বাহী সদস্য। তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গেও জড়িত রয়েছেন।

spot_imgspot_img

দুপুরে হালকা বিশ্রাম নেওয়ার সুফল

দুপুরে কিছু সময় বিশ্রাম নেওয়াকে আরবিতে ‘কায়লুলাহ’ বলা হয়। যদি রাতের সময় যথেষ্ট পরিমাণে ঘুম না হয় বা কোনো কারণে রাতের ঘুম পূর্ণ না...

রংপুর ও সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে

আবহাওয়া অফিস জানিয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে রংপুর ও সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি...

জুলাই শহীদ পরিবারদের এককালীন টাকার পাশাপাশি মাসিক ভাতা ও চাকরির কথা বলা হয়েছে : নাহিদ

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন নির্মূলে বিগত আওয়ামী লীগ সরকারের বিভিন্ন বাহিনীর হাতে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারকে এককালীন টাকার পাশাপাশি মাসিক ভাতা এবং পরিবারের সদস্যদের...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here