অর্থভুবন প্রতিবেদক
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের (এআইবিএল) নবনির্বাচিত চেয়ারম্যান আবদুস সামাদ লাবুকে অভিনন্দন জানিয়েছেন দেশের স্বনামধন্য শিল্পগোষ্ঠী পিএইচপি ফ্যামিলির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইকবাল হোসেন চৌধুরী। গতকাল সোমবার এক বিবৃতিতে তিনি এ অভিনন্দন জানান।
ইকবাল হোসেন চৌধুরী বিবৃতিতে বলেন, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। দেশের বৃহৎ শিল্প গ্রুপ এস আলম গ্রুপের ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পপতি আবদুস সামাদের হাত ধরে আধুনিক ব্যাংকিং জগতে আরও বহুদূর এগিয়ে যাবে। ব্যাংক ও প্রতিষ্ঠানের চেয়ারম্যানের সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন ইকবাল হোসেন চৌধুরী।
গত রবিবার আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের ৩৯০তম সভায় সর্বসম্মতিক্রমে পরিচালক পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হন আবদুস সামাদ লাবু। তিনি আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের অন্যতম উদ্যোক্তা পরিচালক। চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার বাসিন্দা আবদুস সামাদ দেশের একজন বিশিষ্ট শিল্পপতি, ব্যবসায়ী ও সমাজসেবক। এস আলম গ্রুপের ভাইস চেয়ারম্যান, এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেডের চেয়ারম্যান, জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল একুশে টেলিভিশনের (ইটিভি) ভাইস চেয়ারম্যান। আবদুস সামাদ বায়তুস-শরফ ফাউন্ডেশন ও চট্টগ্রাম সমিতি ঢাকার নির্বাহী সদস্য। তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গেও জড়িত রয়েছেন।