Thursday, January 16, 2025

মেসির তুলনা শুধু শিরোপায় সবার ওপরে

ক্রীড়া ডেস্ক,অর্থভুবন

 
 
লিগস কাপ ফাইনালের প্রথমার্ধে সেই চেনা দৃশ্য। লিওনেল মেসির গোলে এগিয়ে যায় ইন্টার মায়ামি। তবে দ্বিতীয়ার্ধে সমতায় ফেরে ন্যাশভিল। তাতে রীতিমতো স্নায়ুক্ষয়ী শ্বাসরুদ্ধকর এক ম্যাচই দেখল ফুটবল ভক্তরা। নির্ধারিত সময়ে ১-১ সমতা। টাইব্রেকারে মেসি নিজের কাজটি ঠিকই করলেন। তবু প্রথম পাঁচ শটে ৪-৪ সমতা। সাডেন ডেথে গড়ায় ম্যাচ। শেষ পর্যন্ত ১০-৯ ব্যবধানে জিতে প্রথম শিরোপা জেতে ইন্টার মায়ামি।

পিএসজি ছেড়ে মেসি যুক্তরাষ্ট্রে এসেছেন মেজর লিগ সকারের পয়েন্ট টেবিলে তলানিতে থাকা মায়ামিকে ভালো কিছু উপহার দিতে। প্রথম টুর্নামেন্টেই সফল মেসি। লিগস কাপের মধ্য দিয়ে মায়ামিকে এনে দিলেন ক্লাবটির ইতিহাসে প্রথম শিরোপা।

 

ন্যাশভিলের মাঠ জিওডিস পার্কে শুরু থেকেই বল পায়ে রেখে আক্রমণ তৈরির চেষ্টা করে ইন্টার মায়ামি। ২৩ মিনিটে রবার্ট টেইলরের বাড়ানো বল ন্যাশভিলের এক ডিফেন্ডারের গায়ে লাগলে বক্সের বাইরে পেয়ে যান মেসি। কয়েক পা এগিয়ে দুজন ডিফেন্ডারকে বোকা বানিয়ে বাঁ পায়ের জোরালো শটে গোল করেন। যা পেশাদার ক্যারিয়ারে ফাইনালে মেসির ৩৭তম গোল। লিগস কাপে দশম গোল। এ নিয়ে ৭ ম্যাচে গোল পেলেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর।

বিরতির পর ন্যাশভিল চেষ্টা করে ম্যাচে ফেরার। মায়ামির চোখ ছিল ব্যবধান বাড়ানোয়। ৫৭ মিনিটে সমতা ফেরায় ন্যাশভিল। দলকে গোল এনে দেন ফাফা পিকাল্ট। কর্নার থেকে আসা বলে নিচু করে হেড নেন ফাফা। বল লাইনে দাঁড়ানো বেঞ্জামিন ক্রেমাশ্চির গায়ে লেগে ফিরে আসে। সেই সময় সামনে দাঁড়িয়ে থাকা গোলকিপারের গায়ে লেগে আবার জালে জড়ায় বল।

টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী ম্যাচ গড়ায় টাইব্রেকে। যেখানে ম্যারাথন টাইব্রেকে জয়টা মায়ামির। মেসির ক্যারিয়ারে এটি ৪৪তম শিরোপা। ফুটবলার হিসেবে সবচেয়ে বেশি শিরোপা জয়ের রেকর্ড এখন এককভাবে মেসির দখলে। তিনি পেছনে ফেলেছেন ব্রাজিলের দানি আলভেসকে (৪৩ শিরোপা)।

শিরোপা জয়ের উদযাপন শেষে মেসি জানিয়েছেন নিজের প্রতিক্রিয়া। ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে লিখেছেন, ‘চ্যাম্পিয়নস!!! ক্লাবের ইতিহাসে প্রথম শিরোপা জিতে খুব খুশি। সবার কঠিন পরিশ্রম আর নিবেদনের কারণে এটা সম্ভব হয়েছে। মাত্র তো শুরু…চলো এগিয়ে যাই।’

spot_imgspot_img

ছবিটা তুলে রাখুন ঐতিহাসিক হয়ে থাকবে : ড. ইউনূস

গ্রামীণ টেলিকমের শ্রমিক-কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৫ কোটি টাকা আত্মসাৎ এবং পাচারের অভিযোগে করা মামলায় জামিন পেয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস।...

মায়ের ঘুমপাড়ানি সুর শান্তিধারা

আমাদের জোনাকজ্বলা গ্রাম বিদ্যুৎ তখনও দেখেনি। সন্ধ্যার কাছে বিকেল নতজানু হতেই সবুজ পাহাড়েরা মিশকালো হয়ে যায়। ফলে- আমরা চালের ফুটো দিয়ে চাঁদ দেখি, আর...

মাহবুবা ফারজানা নতুন তথ্য সচিব

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন বেগম মাহবুবা ফারজানা। তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) ছিলেন। তাকে সচিব পদে পদোন্নতি...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here