Thursday, February 13, 2025

‘হাত জোড় করে দাঁড়াবেন না স্বাভাবিক থাকুন’

মুন্সীগঞ্জ প্রতিনিধি,অর্থভুবন

এজলাসের কাঠগড়ায় আসামিদের উদ্দেশে লেখা রয়েছে ‘হাত জোড় করে দাঁড়াবেন না স্বাভাবিক থাকুন’। একই সঙ্গে আইনজীবীদের উদ্দেশে লেখা রয়েছে ‘অনুগ্রহ করে মাথানত করে কুর্নিশ করবেন না’। এটি মুন্সীগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবনের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরানের এজলাস। গত ১৬ আগস্ট বিচারক এই কথাগুলো লিখে তার এজলাসে টানিয়েছেন বলে এক আইনজীবী তার ফেসবুকে পোস্ট করেছেন। এমন লেখা নিয়ে মামলার আসামি ও আইনজীবীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

শহীদ-ই-হাসান নামে ওই আইনজীবী তার ফেসবুক পেইজে লেখেন, ‘আজ মুন্সীগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরানের আদালতে দুটি লেখা চোখে পড়ল। তার এজলাসের সামনে লেখা ‘অনুগ্রহ করে মাথানত করে কুর্নিশ করবেন না’ এবং বিবাদী বা আসামির ডকে লেখা ‘হাতজোড় করে দাঁড়াবেন না, স্বাভাবিক থাকুন।’ তার এ উন্নত চিন্তার বহিঃপ্রকাশ আমাকে বিমুগ্ধ করেছে। আড়াইশ বছরের ব্রিটিশ ঔপনিবেশিক সামন্তবাদী প্রথা তিনি তার আদালতে ভেঙে দিলেন। এ ব্যাপারে জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট কাজী নজরুল ইসলাম অসীম বলেন, ‘বিচারকের এমন মহতী ব্যাপার আমার ভালো লেগেছে আমি তাকে সাধুবাদ জানাই।’

 

মুন্সীগঞ্জ আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. জাকারিয়া মোল্লা বলেন, ‘বিচারক যে কথাগুলো আদালতে লিখেছেন কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। বিচারকের এই কথাগুলোতে আমি সন্তুষ্টি প্রকাশ করছি।’

আদালতের বেঞ্চ সহকারী মো. সুমন ভূঁইয়া বলেন, স্যার ব্যক্তিগতভাবে পছন্দ করেন না, কেউ হাতজোড় করে দাঁড়ালে তিনি হাত নামিয়ে দেন। তিনি বলেন, ‘একজন বিচারপ্রার্থী আমার কাছে আসছে বিচারের জন্য, সে মাথানত করে রাখবে কেন। বিষয়গুলো স্যারের ভালো লাগে না। তিনি লিখে দিয়েছেন আমি টানিয়ে দিয়েছি।’

 
 
spot_imgspot_img

দুপুরে হালকা বিশ্রাম নেওয়ার সুফল

দুপুরে কিছু সময় বিশ্রাম নেওয়াকে আরবিতে ‘কায়লুলাহ’ বলা হয়। যদি রাতের সময় যথেষ্ট পরিমাণে ঘুম না হয় বা কোনো কারণে রাতের ঘুম পূর্ণ না...

রংপুর ও সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে

আবহাওয়া অফিস জানিয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে রংপুর ও সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি...

জুলাই শহীদ পরিবারদের এককালীন টাকার পাশাপাশি মাসিক ভাতা ও চাকরির কথা বলা হয়েছে : নাহিদ

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন নির্মূলে বিগত আওয়ামী লীগ সরকারের বিভিন্ন বাহিনীর হাতে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারকে এককালীন টাকার পাশাপাশি মাসিক ভাতা এবং পরিবারের সদস্যদের...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here