অর্থভুবন ডেস্ক
অনলাইনে কাজের সুযোগ দিন দিন বাড়ছে। অনেকেই চাকরির পাশাপাশি বাড়তি কিছু রোজগারের জন্য অনলাইনে পার্টটাইম কাজ করতে পারেন। লেখক, ভার্চুয়াল সহকারী, অনলাইন টিউটর, গ্রাফিক ডিজাইনার বা অ্যাফিলিয়েট মার্কেটার যাই হোন না কেন, দক্ষতা এবং সময়সূচির সঙ্গে মানানসই একটি কাজ বেছে নিতে পারেন। অনলাইনে পার্টটাইম কাজ আপনি বাড়ি থেকে নিজের সময় নির্ধারণ করেই করতে পারবেন। লিখেছেন মো. মনিরুজ্জামান
ফ্রিল্যান্স রাইটিং
অনেকেই আছেন শখের বশে লেখালেখি করেন। এই শখই আপনি চাইলে পেশা হিসেবে বেছে নিতে পারেন। একজন ফ্রিল্যান্স লেখক হিসেবে আপনার পরিষেবাগুলো অফার করতে পারেন। অনেক ব্যবসাপ্রতিষ্ঠান, ওয়েবসাইট এবং ব্লগের জন্য নিয়মিতভাবে কন্টেন এর প্রয়োজন হয়। আপনি বিশে^র অনলাইন ক্লায়েন্টদের জন্য নিবন্ধ, ব্লগ পোস্ট, সামাজিক মিডিয়া আপডেট ছাড়া আরও অনেক কিছু লিখতে পারেন। ফ্রিল্যান্স লেখা অনলাইনে পার্টটাইম কাজ করার একটি দুর্দান্ত ক্ষেত্র, কারণ আপনি ঘরে বসেই কাজটি করতে পারবেন। নিজের সুবিধামতো সময়ে কাজটি করা যায়। ভালো কন্টেন রাইটারদের সন্মানীও বেশ ভালো।
ভার্চুয়াল সহকারী
অনেক উদ্যোক্তা এবং ছোট ছোট ব্যবসার মালিক প্রশাসনিক কাজের জন্য সাহায্যকারী খোঁজেন। হয়তো তার কাজের জন্য একজন ফুলটাইম কর্মচারীর দরকার নেই। ভার্চুয়াল সহকারী হিসেবে, আপনি ইমেল পরিচালনা, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, ডেটা এন্ট্রি এবং আরও অনেক কিছুতে সাহায্য করার জন্য দূর থেকে আপনার পরিষেবাগুলো অফার করতে পারেন। আপনি একাধিক ক্লায়েন্টের জন্য এই কাজটি করতে পারেন । কাজের জন্য নিজের সময় নিজেই ঠিক করতে পারেন। যারা পার্টটাইম কাজ খুঁজছেন তাদের জন্য খুব ভালো উপায়।
অনলাইন টিউটরিং
ছাত্রছাত্রীরা অনেকেই অনলাইন টিউশনি করেন। এদের অনেকেই টিউশনির ক্ষেত্রে অনলাইন প্ল্যাটফরম বেছে নিচ্ছেন। অনলাইন টিউটরিংয়ের মাধ্যমে একাধিক বিষয়ে শিক্ষার্থীদের শেখাতে পারেন। আপনি জুম বা স্কাইপের মতো প্ল্যাটফরম ব্যবহার করতে পারেন শিক্ষার্থীদের জন্য। একের পর এক সেশন পরিচালনা করা যায়। ঘণ্টা বা ক্লাস হিসেবে পারিশ্রমিক দাবি করতে পারেন। অনলাইন টিউটরিং যেকোনো সময়সূচির সঙ্গে মানিয়ে নেওয়া যায়।
গ্রাফিক ডিজাইন
আপনার যদি Adobe Photoshop এবং Illustrator-এর মতো প্রোগ্রামগুলোর সঙ্গে পরিচিত থাকেন। এছাড়া সৃষ্টিশীল কাজের প্রতি আপনার আগ্রহ আছে, তবে আপনি একজন ফ্রিল্যান্স গ্রাফিক ডিজাইনার হিসেবে আপনার পরিষেবাগুলো অফার করতে পারেন। অনেক ব্যবসায় নিয়মিত লোগো, সোশ্যাল মিডিয়া গ্রাফিক্স এবং অন্যান্য ডিজাইন কাজের প্রয়োজন একজন গ্রাফিক ডিজাইনার নিয়োগ দিয়ে থাকেন।
অ্যাফিলিয়েট মার্কেটিং
অ্যাফিলিয়েট মার্কেটিং হলো অন্য লোকের পণ্যের প্রচারের মাধ্যমে কমিশন উপার্জন করার একটি উপায়। আপনি অ্যামাজনের মতো কোম্পানিগুলোর মাধ্যমে অনুমোদিত প্রোগ্রামগুলোর জন্য সাইন আপ করতে পারেন এবং আপনার ওয়েবসাইট, ব্লগ বা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোতে পণ্যগুলোর প্রচার করতে পারেন। যখন কেউ আপনার অধিভুক্ত লিঙ্কে ক্লিক করে এবং ক্রয় করবে, আপনি একটি কমিশন উপার্জন করবেন। অ্যাফিলিয়েট মার্কেটিং হলো প্যাসিভ ইনকাম এবং পার্টটাইম অনলাইনে কাজ করার একটি দুর্দান্ত ক্ষেত্রে।