Monday, September 16, 2024

সংসদ অধিবেশন দেখলেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

নিজস্ব প্রতিবেদক |

অর্থভুবন ডেস্ক

সংসদের ভিআইপি গ্যালারিতে বসে অধিবেশন দেখলেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ। সোমবার মাগরিবের নামাজের বিরতির পর তিনি সংসদের ভিআইপি গ্যালারিতে প্রবেশ করেন। এ সময় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদকে বিষয়টি অবহিত করেন। এ সময় মুহুর্মুহু করতালিতে সংসদ সদস্যরা আব্দুল হামিদকে স্বাগত জানান।

সাবেক রাষ্ট্রপতি যখন সংসদে আসেন ওই সময় জাতীয় পরিচয় নিবন্ধন আইন উত্থাপন কার্যক্রম চলছিল। আইনটি উত্থাপনের পর‌ই স্পিকার আবদুল হামিদের উপস্থিতির বিষয়টি জানিয়ে বলেন, আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ আজকের সংসদ প্রত্যক্ষ করছেন।

তখনই সংসদ সদস্যরা তাকে করতালির মাধ্যমে স্বাগত জানান।

এরপর অন্য একটি ইস্যুতে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দেওয়ার সময়‌ জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু আব্দুল হামিদের প্রসঙ্গ টানেন।

চুন্নু বলেন, গত ৫৩ বছরের ইতিহাসে এ সংসদে আমরা একটি ঘটনা প্রত্যক্ষ করলাম । সেটা গণতন্ত্রের সৌন্দর্য। সংসদে নীরবে নিভৃতিতে একটি অভূতপূর্ব ঘটনা দেখলাম।

মজিবুল হক সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের প্রশংসা করে বলেন, এ দেশে একজন স্পিকার ছিলেন। তিনি এখানে ডেপুটি লিডার অব দা অপজিশন ছিলেন এবং দুবার দেশের রাষ্ট্রপতি ছিলেন। এটাই বোধ হয় প্রথম কোনো রাষ্ট্রপতির অবসরে যাওয়ার পর সংসদে এসে অধিবেশন প্রত্যক্ষ করা। আমরা ওনার কাছ থেকে অনেক কিছু শিখেছি এবং অনেক কিছু জেনেছি। বাংলাদেশের রাজনীতির গগনে তিনি একজন অত্যন্ত সফল রাজনীতি ব্যক্তিত্ব। আমি আমার পক্ষ থেকে তাকে আন্তরিক ধন্যবাদ জানাই।

spot_imgspot_img

ইউক্রেন সীমান্ত এলাকায় রাশিয়ার মালবাহী ট্রেন লাইনচ্যুত

ইউক্রেন সীমান্তবর্তী রাশিয়ার একটি এলাকায় দেশটির মালবাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়েছে। অনুমোদিত না এমন ব্যক্তিদের হস্তক্ষেপের পর ট্রেনটি লাইনচ্যুত হয়। বুধবার রেল অপারেটর এ...

ইসরাইলকে মৌলিক পরিবর্তনের আহ্বান ব্লিঙ্কেনের

মার্কিন পররাষ্ট্র মন্ত্রী এন্টনি ব্লিঙ্কেন ইসরাইলের প্রতি পশ্চিমতীরে তাদের কার্যক্রমে মৌলিক পরিবর্তনের আহ্বান জানিয়েছেন। পশ্চিমতীরে সম্ভবত একজন মার্কিন নাগরিককে হত্যার কথা ইসরাইলের সামরিক বাহিনীর স্বীকারের...

২০২০ সালের নির্বাচনে হার মানতে আবারো অস্বীকার ট্রাম্পের

যুক্তরাষ্ট্রে আগামী ৫ নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ২০২০ সালের নির্বাচনে তার পরাজয় মেনে নিতে আবারো অস্বীকার করেছেন। মঙ্গলবার ডেমোক্র্যাটিক প্রতিদ্বন্দ্বী...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here