আইটি ডেস্ক,অর্থভুবন
বিশ্বের সর্বাধিক জনপ্রিয় ছবি সম্পাদনা টুলস ফটোশপের মালিকানা প্রতিষ্ঠান অ্যাডোবির সহ-প্রতিষ্ঠাতা জন ওয়ার্নক ১৯ আগস্ট ৮২ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। রয়টার্স। অ্যাডোবির প্রধান নির্বাহী কর্মকর্তা শান্তনু নারায়ণ জানিয়েছেন, কয়েক দশক ধরে অ্যাডোবির কর্মীদের অনুপ্রেরণা হিসাবে কাজ করেছেন জন ওয়ার্নক। তার মৃত্যুতে অ্যাডোবি ও শিল্প সংশ্লিষ্টদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। উল্লেখ্য, ১৯৮২ সালে চার্লস গেশকের সঙ্গে যুক্ত হয়ে অ্যাডোবি প্রতিষ্ঠা করেন ওয়ার্নক। ২০০০ সালে সিইও পদ থেকে অবসর নিয়ে ২০১৭ সাল পর্যন্ত প্রতিষ্ঠানের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন তিনি।