নিজস্ব প্রতিবেদক,অর্থভুবন
সুপ্রিম কোর্টে গণসংযোগ কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। এ কর্মকর্তার নাম মো. শফিকুল ইসলাম। তাঁকে গত ৮ আগস্ট নিয়োগ দেওয়া হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমানের এ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৮ আগস্ট নিয়োগের পর গত ১৬ আগস্ট মো. শফিকুল ইসলাম কর্মক্ষেত্রে যোগও দিয়েছেন।
সুপ্রিম কোর্টে তথ্যকেন্দ্র স্থাপনে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে গত বছর জুনে আদেশ দিয়েছিলেন উচ্চ আদালত