Friday, October 11, 2024

বরিশালে রেকর্ড ভেঙেছে ডাবের দাম কৃষকের ৩০ টাকা বাজারে এসে ২২০

অর্থভুবন প্রতিবেদক

মাত্র এক সপ্তাহের ব্যবধানে বরিশালে ৬০ টাকার একটি ডাব বিক্রি হচ্ছে ২২০ টাকায়। ডেঙ্গুজ্বরের প্রকোপে ডাবের চাহিদা বৃদ্ধি এবং ফলন কমের অজুহাতে উচ্চমূল্যের অতীত রেকর্ড ভেঙেছে ডাবের দাম। এর আগে কখনোই এমন উচ্চমূল্যে বিক্রি হয়নি। সর্ব্বোচ্চ ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। স্থানীয় প্রান্তিক কৃষক বা গৃহস্থ একটি ডাব মাত্র ২৫ থেকে ৩০ টাকায় পাইকারি

ব্যবসায়ীদের কাছে বিক্রি করলেও তা খুচরা বাজারে এসে বেড়ে যাচ্ছে সাতগুণের বেশি। এর চেয়েও বেশি দামে নগরীর হাসপাতাল ও ক্লিনিক এলাকায় ডাব বিক্রি হচ্ছে। হঠাৎ দাম বৃদ্ধির পেছনে মধ্যস্বত্বভোগীসহ সিন্ডিকেটের অসাধু ব্যবসায়ীরাই দায়ী বলে মনে করছেন সাধারণ মানুষ। তাদের দাবি, মধ্যস্বত্বভোগীর সংখ্যা নিয়ন্ত্রণের পাশাপাশি কঠোরভাবে বাজার মনিটরিং করে অসাধু ব্যবসায়ীদের শাস্তির আওতায় আনার।

নগরীর কাউনিয়ার বাসিন্দা সোহেল হাওলাদার জানান, ১৫ দিন আগে যে ডাব কিনেছি ৬০ টাকায় সেই ডাব এখন বিক্রি হচ্ছে ২২০ টাকা। কদিনের মধ্যে এক লাফে অস্বাভাবিকভাবে দাম বেড়ে গেছে। ব্যবসায়ীরা সিন্ডিকেট করে দাম বাড়িয়েছেন। এদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা উচিত।

এক ডেঙ্গু রোগীর স্বজন মোজাম্মেল হক জানান, ডাক্তার পরামর্শ দিয়েছেন ডাব বা স্যালাইনের পানি খাওয়াতে। ডাব কিনতে এসে দেখি বিক্রেতারা ইচ্ছেমতো দাম চাইছেন। ব্যবসায়ীদের স্বেচ্ছাচারিতা ঠেকাতে কঠোর শাস্তি দাবি করছি।

খুচরা ডাব বিক্রেতা ইউনুস আলী জানান, শ্রাবণ-ভাদ্র মাসে ডাব বেশি পাওয়া যায় না। এছাড়া ডেঙ্গুজ্বরসহ অন্যান্য জ্বরের কারণে ডাবের চাহিদাও বেড়েছে। গৃহস্থদের কাছ থেকে একটি ডাব কিনে নগরীতে আনতেই দেড়শ টাকা খরচ হয়ে যায়। তাই বেশি দামে বিক্রি করতে হয়।

গৃহস্থ ডাব বিক্রেতা সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়নের তালুকদার বাড়ির খলিলুর রহমান জানান, কয়েক দিন আগেও প্রতিটি ডাব ৩০ টাকায় বিক্রি করেছি। সেই ডাবের দাম কিভাবে বেড়ে গেল তা জানা নেই।

বরিশাল নাগরিক সমাজের সদস্য সচিব ডা. মিজানুর রহমান বলেন, ১৫ দিনের ব্যবধানে ডাবের দাম সাত গুণ বেড়ে যাওয়া কোনো স্বাভাবিক ঘটনা নয়। অতি মুনাফালোভীদের জন্য জনসাধারণের এমন করুণ দশা। তাই অবিলম্বে কার্যকরি পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছি।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ইন্দ্রানী দাস জানান, এমন পরিস্থিতি এ-ই প্রথমবার হওয়ায় ডাব ব্যবসায়ীদের ন্যায্য দামে বিক্রিসহ বেশ কিছু নির্দেশনা দিয়েছি। তারা নির্দেশনার ব্যত্যয় করলে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের নিয়মিত বাজার মনিটরিং চলছে।

spot_imgspot_img

মানুষ তার ইচ্ছা পরিমাণ বড় হয়, সময় লাগলেও ভাঙাড়ি বেচে স্বর্ণের বাড়ি!

অর্থভুবন প্রতিবেদক ‘যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখ তাই, পাইলে পাইতে পার অমূল্য রতন’। বাস্তবেও অনেকটা ছাই কুড়িয়েই রীতিমতো নিজের ভাগ্য বদলে ফেলেছেন এক ব্যক্তি। শুনতে...

বীর প্রজন্ম একাডেমীর পথচলা শুরু

অর্থভুবন প্রতিবেদক বিশ্বের প্রতিটি নামি ফুটবল ক্লাবের হৃৎপিন্ড আসলে সেই ক্লাবটির অ্যাকাডেমি। খুদে বয়স থেকেই ফুটবলার গড়ার প্রক্রিয়া নিজেদের অ্যাকাডেমির মাধ্যমেই শুরু করে দেয় ক্লাবটি।...

ইসরাইলে হামলার ঘটনা হস্তক্ষেপ না করতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে ইরান

 ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগশি বুধবার ইসরাইলে ইরানের হামলার ঘটনায় মার্কিন যুক্তরাষ্ট্রকে হস্তক্ষেপ না করতে সতর্ক করেছেন। তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, বার্তাটি তেহরানের সুইস...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here