Thursday, February 13, 2025

মাথার আকৃতি পাল্টাত হিরোতা মানুষ

অর্থভুবন ডেস্ক

গবেষকরা জানিয়েছেন, প্রাচীন হিরোতা মানুষ তাদের গোষ্ঠীগত পরিচয় প্রকাশের জন্য ইচ্ছাকৃতভাবে নিজেদের মাথার আকৃতি পরিবর্তন করত। বিষয়টি তাদের ব্যাবসায়িক ক্ষেত্রকেও প্রভাবিত করত।

বহু বছর আগে জাপানের একটি সমাধিস্থল থেকে হিরোতা মানুষের কঙ্কাল পাওয়া যায়। কঙ্কালগুলোর প্রায় প্রতিটিরই মাথার খুলির পেছনের দিকের অংশ পরিবর্তন করা।

 
গবেষকদের ধারণা, মাথার খুলির আকৃতি তৈরির জন্য শৈশবকালে হিরোতা মানুষের মাথা কোনো কিছুর সঙ্গে বেঁধে কিংবা সমতল কোনো কিছুর সাহায্যে চাপা দিয়ে রাখা হতো।

 

গবেষণাটি ‘প্লস ওয়ান’ জার্নালে প্রকাশিত হয়েছে। এতে বলা হয়, তৃতীয় থেকে সপ্তম শতাব্দী পর্যন্ত জাপানের দক্ষিণাঞ্চলে অবস্থিত তানেগাশিমা দ্বীপে হিরোতা জনগোষ্ঠীর মানুষের বসতি ছিল। গত শতকের পঞ্চাশের দশকে এবং পরবর্তীকালে ২০০০-এর দশকের শুরুর দিকে কবর খনন করে হিরোতা মানুষের কয়েক শ কঙ্কাল উদ্ধার করা হয়।

 
প্রতিটি সমাধি থেকে বিভিন্ন ধরনের অলংকারও পাওয়া যায়। সূত্র : সিএনএন
spot_imgspot_img

দুপুরে হালকা বিশ্রাম নেওয়ার সুফল

দুপুরে কিছু সময় বিশ্রাম নেওয়াকে আরবিতে ‘কায়লুলাহ’ বলা হয়। যদি রাতের সময় যথেষ্ট পরিমাণে ঘুম না হয় বা কোনো কারণে রাতের ঘুম পূর্ণ না...

রংপুর ও সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে

আবহাওয়া অফিস জানিয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে রংপুর ও সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি...

জুলাই শহীদ পরিবারদের এককালীন টাকার পাশাপাশি মাসিক ভাতা ও চাকরির কথা বলা হয়েছে : নাহিদ

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন নির্মূলে বিগত আওয়ামী লীগ সরকারের বিভিন্ন বাহিনীর হাতে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারকে এককালীন টাকার পাশাপাশি মাসিক ভাতা এবং পরিবারের সদস্যদের...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here