Friday, January 17, 2025

সড়কজুড়ে পশুপাখির হাট, ভোগান্তিতে জনসাধারণ

অর্থভুবন প্রতিবেদক

এক যুগ ধরে সড়কের ওপর পশুপাখির হাট বসছে রংপুর নগরীর লালবাগ এলাকায়। পশুপাখির হাটের স্থায়ী জায়গা না থাকায় সপ্তাহের দুই দিন বাধ্য হয়ে বিক্রেতারা পণ্য নিয়ে বসছেন রংপুর-কুড়িগ্রাম সড়কের ওপর। এতে সৃষ্টি হয় তীব্র যানজট। এদিকে সড়ক দিয়ে চলাচলকারী ব্যক্তিরা ভোগান্তির শিকার হচ্ছেন।

 

 লালবাগ পশুর হাটে গিয়ে দেখা যায়, সড়কজুড়ে বসেছে নানা জাতের কবুতর, পাখি আর হাঁস-মুরগির সাপ্তাহিক হাট।

 

লালবাগ হাট কমিটির সূত্রে জানা যায়, লালবাগ পশুর হাটে জায়গা কম। গত ১০ বছর সপ্তাহের দুই দিন প্রতি রবি ও বুধবার চলে আসছে এই হাটের নিয়মিত কার্যক্রম। পশুর হাটের জন্য নতুন জায়গার চাহিদা দেওয়া হয়েছে সিটি করপোরেশনে। নগরের প্রায় ১৫টি পাড়া-মহল্লার বাসিন্দাসহ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও কারমাইকেল কলেজের শিক্ষার্থীদের চলাচলে দুর্ভোগ পোহাতে হয় বলে এলাকাবাসী অভিযোগ করেছেন।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. মোনারুল ইসলাম মোনা। তিনি বলেন, প্রতি রোববার আর বুধবার বিকেলে শহরে যেতে দুর্ভোগে পড়তে হয় লালবাগ এলাকায়। এই সমস্যার দ্রুত সমাধান প্রয়োজন। লালবাগ পশুর হাটে আটকে পড়া অটোরিকশার পাঁচ যাত্রী ও চালকের সঙ্গে কথা হয়। তাঁরা বলেন, এই পশুপাখির হাট অবিলম্বে স্থানান্তর করা হোক।

অন্তত দশজন ক্রেতা-বিক্রেতার সঙ্গে কথা হয়েছে। তাঁরা বলেন, অনেক ঝুঁকি নিয়ে তাঁদের সড়কের ওপর দাঁড়িয়ে বেচাকেনা করতে হয়।এই হাট কমিটি তাঁদের সমস্যা সমাধানের কোনো পদক্ষেপ নেয়নি। তাই বাধ্য হয়ে এভাবে তাঁরা বেচাকেনা করেন। রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান বলেন, ‘আমরা পশুপাখির হাটটি স্থানান্তরের কাজ চালিয়ে যাচ্ছি। আগামী ১৫ দিনের মধ্যে আশা করছি সমাধান হয়ে যাবে।’

spot_imgspot_img

ছবিটা তুলে রাখুন ঐতিহাসিক হয়ে থাকবে : ড. ইউনূস

গ্রামীণ টেলিকমের শ্রমিক-কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৫ কোটি টাকা আত্মসাৎ এবং পাচারের অভিযোগে করা মামলায় জামিন পেয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস।...

মায়ের ঘুমপাড়ানি সুর শান্তিধারা

আমাদের জোনাকজ্বলা গ্রাম বিদ্যুৎ তখনও দেখেনি। সন্ধ্যার কাছে বিকেল নতজানু হতেই সবুজ পাহাড়েরা মিশকালো হয়ে যায়। ফলে- আমরা চালের ফুটো দিয়ে চাঁদ দেখি, আর...

মাহবুবা ফারজানা নতুন তথ্য সচিব

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন বেগম মাহবুবা ফারজানা। তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) ছিলেন। তাকে সচিব পদে পদোন্নতি...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here