Tuesday, January 14, 2025

আমাদের সময় প্রকাশক তাপস মজুমদারের অকাল প্রয়াণ

নিজস্ব প্রতিবেদক,অর্থভুবন 

দৈনিক আমাদের সময় এবং ইংরেজি দৈনিক বিজনেস পোস্টের প্রকাশক অ্যাডভোকেট তাপস মজুমদার গতকাল মঙ্গলবার ভোর চারটায় নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৫৫ বছর। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তার মেয়ে শ্রীলা মজুমদার।

তিনি বলেন, ‘ঘুমের মধ্যেই বাবা হঠাৎ করে মারা যান। সোমবার রাত ১২টা থেকে বাবা অসুস্থবোধ করেন। এর পর রাত দুটোর পর অবস্থা বেশি খারাপ হলে আমরা তাকে হাসপাতালে নিই। সেখানে চিকিৎসক জানান, বাবা আর নেই। আমরা ধারণা করছি, বাবা বাসাতেই মারা গেছেন।’

তার মৃত্যুতে ইউনিক গ্রুপ এবং নতুন ভিশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহা. নূর আলী এবং নতুন ভিশন লিমিটেডের পরিচালক মোহাম্মদ আলী হোসেন গভীর শোক প্রকাশ করেছেন। এ ছাড়া শোক প্রকাশ করেছেন দৈনিক আমাদের সময়ের সম্পাদক আবুল মোমেন, উপদেষ্টা সম্পাদক ড. খোন্দকার শওকত হোসেন এবং দৈনিক আমাদের সময় ও বিজনেস পোস্টের বিভিন্ন পর্যায়ের সাংবাদিক-কর্মচারীরা। তারা মৃতের

 
 

আত্মার চিরশান্তি প্রার্থনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

গতকাল সকাল সাড়ে ৭টায় তাপস মজুমদারের মরদেহ দৈনিক আমাদের সময়ের আম্রকাননে নিয়ে আসা হয়। এ সময় নতুন ভিশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহা. নূর আলী ও উপদেষ্টা সম্পাদক ড. খোন্দকার শওকত হোসেন এবং ইউনিক গ্রুপ ও পিএইচপি ফ্যামিলির সিনিয়র কর্মকর্তারা তাপস মজুমদারের মরদেহে শ্রদ্ধা জানান। এর পর একে একে শ্রদ্ধা জানান আমাদের সময় ও বিজনেস পোস্টের সিনিয়র সাংবাদিকরা।

প্রয়াত তাপস মজুমদারের শবদেহ সৎকারের জন্য তার গ্রামের বাড়ি পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার নেছারাবাদে নেওয়া হয়। শবদেহ গ্রামের বাড়িতে পৌঁছার পর রাতে পারিবারিক শ্মশানে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।

এর আগে এদিন বিকাল চারটায় দৈনিক আমাদের সময়ের সম্মেলনকক্ষে তাপস মজুমদার স্মরণে প্রার্থনাসভার আয়োজন করা হয়। এ সময় ইংরেজি দৈনিক বিজনেস পোস্টের সম্পাদক ও দৈনিক আমাদের সময়ের উপদেষ্টা সম্পাদক ড. খোন্দকার শওকত হোসেন বলেন, ‘তাপস মজুমদারের আকস্মিক মৃত্যু আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি। কর্তব্যপালনের প্রতি তার অক্লান্ত নিষ্ঠা সকলের জন্য শিক্ষণীয় হয়ে থাকবে।’ এ সময় দৈনিক আমাদের সময় এবং বিজনেস পোস্টের সহকর্মীরা তাপস মজুমদারকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেন।

প্রার্থনাসভার শুরুতে এক মিনিট নীরবতা পালন করে আমাদের সময় এবং বিজনেস পোস্টের সাংবাদিক-কর্মচারীরা তাপস মজুমদারকে স্মরণ করেন। এ ছাড়া তার আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। স্মরণসভায় আমাদের সময় এবং বিজনেস পোস্টের সাংবাদিক-কর্মচারীরা বক্তব্য রাখেন। এ ছাড়াও স্মৃতিচারণ করেন ইউনিক গ্রুপ এবং পিএইচপি পরিবারের সিনিয়র কর্মকর্তারা। স্মৃতিচারণ ও প্রার্থনাসভায় উপস্থিত ছিলেন পিএইচপি ফ্যামিলির সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর মোস্তফা জামাল হোসেন ও ইউনিক গ্রুপের এইচআর সিনিয়র জিএম অ্যান্ড হেড অব সোশ্যাল ভেঞ্চার মেজর (অব.) নাসিমুল হক। আরও উপস্থিত ছিলেন আমাদের সময়ের সহযোগী সম্পাদক প্রমিত হোসেন, জ্যেষ্ঠ সহকারী সম্পাদক মঈন আব্দুল্লাহ, ভারপ্রাপ্ত বার্তা সম্পাদক আশরাফুল ইসলাম, চিফ রিপোর্টার শাহজাহান আকন্দ শুভ, হেড অব অনলাইন মঈন বকুল, মফস্বল সম্পাদক শাহজাহান কমর, জিএম খন্দকার আজাদ, পিএইচপি ফ্যামিলির হেড অব কমপ্লায়েন্স সৈয়দ এনামুল হক, ভারপ্রাপ্ত হেড অব মার্কেটিং রাশিদুল হাসান, সার্কুলেশন ম্যানেজার আহমেদ সেলিম, বিজনেস পোস্টের প্ল্যানিং এডিটর ইব্রাহিম হোসেন অভি প্রমুখ।

অন্যদিকে তাপস মজুমদারের মৃত্যুতে সারাদেশের ব্যুরো চিফ, নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পক্ষে গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন নড়াইল প্রতিনিধি এনামুল কবীর টুকু ও ময়মনসিংহের নিজস্ব প্রতিবেদক মো. নজরুল ইসলাম।

সুপ্রিমকোর্টের আপিল বিভাগের আইনজীবী এসএম বকস কল্লোলের মৃত্যুর পর চলতি বছর ১১ জুলাই দৈনিক আমাদের সময়ের প্রকাশক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন অ্যাডভোকেট তাপস মজুমদার। আইন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে ইউনিক গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানে দীর্ঘদিন যাবৎ সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন তাপস মজুমদার। এ ছাড়া বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থেকে তিনি সমাজকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

spot_imgspot_img

ছবিটা তুলে রাখুন ঐতিহাসিক হয়ে থাকবে : ড. ইউনূস

গ্রামীণ টেলিকমের শ্রমিক-কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৫ কোটি টাকা আত্মসাৎ এবং পাচারের অভিযোগে করা মামলায় জামিন পেয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস।...

মায়ের ঘুমপাড়ানি সুর শান্তিধারা

আমাদের জোনাকজ্বলা গ্রাম বিদ্যুৎ তখনও দেখেনি। সন্ধ্যার কাছে বিকেল নতজানু হতেই সবুজ পাহাড়েরা মিশকালো হয়ে যায়। ফলে- আমরা চালের ফুটো দিয়ে চাঁদ দেখি, আর...

মাহবুবা ফারজানা নতুন তথ্য সচিব

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন বেগম মাহবুবা ফারজানা। তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) ছিলেন। তাকে সচিব পদে পদোন্নতি...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here