Tuesday, January 14, 2025

নগদ ফাইন্যান্সের লাইসেন্স সমর্পণের আবেদন গৃহীত এক বছরের জন্য স্থগিত ব্যাংকিং ডিপ্লোমা

নিজস্ব প্রতিবেদক,অর্থভুবন

মোবাইল আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান নগদ লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান হিসেবে নগদ ফাইন্যান্স পিএলসিকে ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের যে লাইসেন্স দেওয়া হয়েছিল, তা প্রত্যাহারের আবেদন করেছিল প্রতিষ্ঠানটি।  কেন্দ্রীয় ব্যাংকের পর্ষদ সভায় ওই আবেদন গৃহীত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের পদোন্নতির ক্ষেত্রে ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষার (ব্যাংকিং ডিপ্লোমা) যে বাধ্যবাধকতা ছিল, তা এক বছরের জন্য স্থগিত করা হয়েছে। এ ছাড়া কেন্দ্রীয় ব্যাংকের ২০২১-২২ অর্থবছরের আর্থিক বিবরণী অনুমোদন করা হয়েছে। সভা সূত্রে এসব তথ্য জানা গেছে।

জানা যায়, গত ১৭ মে নগদ লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান হিসেবে নগদ ফাইন্যান্স পিএলসিকে অর্থায়ন ব্যবসা পরিচালনার জন্য আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স দিয়ে সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংক। এর আগে গত ১ এপ্রিল বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় আর্থিক প্রতিষ্ঠান হিসেবে নগদ ফাইন্যান্স পিএলসির চূড়ান্ত লাইসেন্স অনুমোদন করা হয়। তবে ব্যবসায়িক কার্যক্রম শুরু করার আগেই নগদ ফাইন্যান্স পিএলসি বাংলাদেশ ব্যাংকের গভর্নর বরাবর আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স সমর্পণের আবেদন করে চিঠি পাঠায়। গত ১০ জুলাই প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ ফরিদ খানের স্বাক্ষরে ওই চিঠি পাঠানো হয়। ওই চিঠিতে উল্লেখ করা

হয়, গত ২৬ জুন অনুষ্ঠিত প্রতিষ্ঠানটির বিশেষ সাধারণ সভায় বাংলাদেশ ব্যাংকের নিকট প্রতিষ্ঠানটির লাইসেন্স সমর্পণের এবং কোম্পানির নাম পরিবর্তন করে ‘নগদ ডিজিটাল ব্যাংক পিএলসি’ করার ও সে মোতাবেক নগদ ফাইন্যান্স পিএলসির সংঘ-স্মারক সংশোধনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। লাইসেন্স সমর্পণ করার কারণ প্রসঙ্গে চিঠিতে বলা হয়, আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স প্রাপ্তির পরপরই বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ কর্তৃক গত ১৫ জুন ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার নীতিমালা জারি করা হয়। এর মাধ্যমে দেশের আর্থিক খাতে উদ্ভাবনী ও ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অধিকতর কার্যকর পন্থায় বিবিধ আর্থিক পরিসেবা প্রদানের দিগন্ত প্রসারের মাধ্যমে আর্থিক খাতকে আরও কার্যকর, শক্তিশালী ও নিরাপদ করার উদ্যোগ নেওয়া হয়েছে। আর ডিজিটাল ব্যাংক স্থাপনের নীতিমালা জারি হওয়ার পরিপ্রেক্ষিতে নগদ ফাইন্যান্স পিএলসির ব্যবসায়িক উদ্দেশ্য ও কার‌্যাবলি সম্পাদনের জন্য ডিজিটাল ব্যাংক স্থাপনই সর্বোত্তম উপায় হবে মর্মে প্রতিষ্ঠানটি মনে করে।

 
 

সভায় বাংলাদেশ ব্যাংকের ২০২১-২২ অর্থবছরের আর্থিক বিবরণীর অনুমোদন পেয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, গত অর্থবছরে বাংলাদেশ ব্যাংক নিট ১০ হাজার ৭৪৮ কোটি টাকা মুনাফা করেছে। ২০২১-২২ অর্থবছর নিট মুনাফা করেছিল মাত্র ৫ হাজার ৮৯৯ কোটি টাকা। ফলে এক বছরে বাংলাদেশ ব্যাংকের মুনাফা বেড়েছে ৪ হাজার ৮৪৯ কোটি টাকা বা ৮২ দশমিক ২০ শতাংশ। এর মধ্যে সরকারের কোষাগারে জমা দিয়েছে ১০ হাজার ৬৫২ কোটি টাকা।

প্রতিবেদন অনুযায়ী, এর আগে ২০২০-২১ অর্থবছরে বাংলাদেশ ব্যাংক আয় করে ৬ হাজার ২৯ কোটি টাকা। বিদায়ী অর্থবছর সরকারকে ঋণ দিয়ে ৭ হাজার কোটি টাকা লাভ করে বাংলাদেশ ব্যাংক। এ ছাড়া ডলার বিক্রি করে আয় করেছে ৬ হাজার কোটি টাকা। বাণিজ্যিক ব্যাংকে ঋণ দিয়ে আরও দুই হাজার কোটি টাকা আয় করেছে। সব মিলিয়ে গেল অর্থবছর ১৫ হাজার কোটি টাকা আয় করেছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে খরচ করেছে ৪ হাজার ২৫২ কোটি টাকা। ফলে নিট মুনাফা হয়েছে ১০ হাজার ৭৪৮ কোটি টাকা।

এ ছাড়া সভায় বৈদেশিক মুদ্রা বাজার পর্যবেক্ষণ ও আমদানি মূল্যের সঠিকতা যাচাইয়ের জন্য বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে ব্লুমবার্গ টার্মিনাল স্থাপনে বিষয়টি এজেন্ডাভুক্ত থাকলেও আলোচনা হয়নি। পরবর্তী সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানা গেছে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা বলেন, আমদানির বিষয়ে আরও ক্লোজলি মনিটর করার জন্য ব্লুমবার্গের সঙ্গে একটি চুক্তি স্থাপন দরকার। যাতে পণ্যের দর সঠিকভাবে যাচাই-বাছাই করা যায়। পণ্যের দর সাশ্রয়ী করার ক্ষেত্রে এটা ভূমিকা রাখবে। অপরদিকে সভায় ২০২৩-২৪ অর্থবছরের জন্য রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের অনুকূলে পুনঃঅর্থসংস্থান বাবদ ১ হাজার কোটি টাকার ঋণ মঞ্জুরি, বাণিজ্যিক ব্যাংকের কৃষি ও পল্লী ঋণ বিতরণ এবং আদায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডকে অর্থায়নের উদ্দেশ্যে বাংলাদেশ ব্যাংক সোনালী ব্যাংকে রাখা আমানতের সুদহার হিসাবায়নের ক্ষেত্রে লন্ডন ইন্টার ব্যাংক অফার রেটের (লাইবর) পরিবর্তে বেঞ্চমার্ক সুদহার ও মার্জিন নির্ধারণের বিষয়ে আলোচনা করা হয়। তবে এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যায়নি।

 
 
spot_imgspot_img

ছবিটা তুলে রাখুন ঐতিহাসিক হয়ে থাকবে : ড. ইউনূস

গ্রামীণ টেলিকমের শ্রমিক-কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৫ কোটি টাকা আত্মসাৎ এবং পাচারের অভিযোগে করা মামলায় জামিন পেয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস।...

মায়ের ঘুমপাড়ানি সুর শান্তিধারা

আমাদের জোনাকজ্বলা গ্রাম বিদ্যুৎ তখনও দেখেনি। সন্ধ্যার কাছে বিকেল নতজানু হতেই সবুজ পাহাড়েরা মিশকালো হয়ে যায়। ফলে- আমরা চালের ফুটো দিয়ে চাঁদ দেখি, আর...

মাহবুবা ফারজানা নতুন তথ্য সচিব

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন বেগম মাহবুবা ফারজানা। তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) ছিলেন। তাকে সচিব পদে পদোন্নতি...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here