দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি,অর্থভুবন
পটুয়াখালীর দশমিনায় বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছে রিপা আক্তার নামের এক শিক্ষার্থী। সে গতকাল বৃহস্পতিবার সকালে দশমিনা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দেয়।
রিপা উপজেলার ডা. ডলি আকবর মহিলা কলেজের মানবিক বিভাগ থেকে এ বছর এইচএসসি পরীক্ষা দিচ্ছে। সে উপজেলা সদরের দিগন্ত সড়ক এলাকার চায়ের দোকানি লিয়ার হোসেন সরদারের মেয়ে। পরিবার সূত্রে জানা গেছে, লিয়ার হোসেন কয়েক দিন ধরে অসুস্থ ছিলেন। তিনি গতকাল ভোরে নিজ বাড়িতে মারা যান। ওই দিন রিপার ইতিহাস প্রথমপত্রের পরীক্ষা ছিল। নিরুপায় হয়ে সে বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষাকেন্দ্রে যায়। তখন কেন্দ্র এবং রিপার বাড়িতে এক আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়।