Tuesday, January 14, 2025

সিলেটে সিএনজি স্টেশনে বিস্ফোরণ দগ্ধ ৯

নিজস্ব প্রতিবেদক, সিলেট

অর্থভুবন ডেস্ক

সিলেট নগরীর মিরাবাজারস্থ একটি সিএনজি ফিলিং স্টেশনে বিস্ফোরণে অগ্নিদগ্ধ ৯ জনের মধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ঢাকায় পাঠানো হয়েছে। 

বুধবার (০৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে তাদেরকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। এছাড়া বাকি দুইজন চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন। 

এর আগে, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে মিরাবাজার দাদা পীরের মাজার সংলগ্ন বিরতি সিএনজি ফিলিং স্টেশনের কম্প্রেসার কক্ষে বিস্ফোরণে ৯ জন দগ্ধ হন। এদের মধ্যে ৭ জন ওই স্টেশনের কর্মচারী ও ২ জন পথচারী। সাথে সাথে তাদেরকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

 

এদিকে, বিরতি ফিলিং স্টেশনে বিস্ফোরণের ঘটনায় বুধবার কোতোয়ালী থানায় পুলিশের পক্ষ থেকে সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার আজবাহার আলী শেখ।

তিনি জানান, আহতদের পরিবারের পক্ষ থেকে এখনও কোনো অভিযোগ দায়ের না হওয়ায় কোনো আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। তবে পুলিশের পক্ষ থেকে কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। কেউ মামলা না করলে ওই জিডির প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

spot_imgspot_img

ছবিটা তুলে রাখুন ঐতিহাসিক হয়ে থাকবে : ড. ইউনূস

গ্রামীণ টেলিকমের শ্রমিক-কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৫ কোটি টাকা আত্মসাৎ এবং পাচারের অভিযোগে করা মামলায় জামিন পেয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস।...

মায়ের ঘুমপাড়ানি সুর শান্তিধারা

আমাদের জোনাকজ্বলা গ্রাম বিদ্যুৎ তখনও দেখেনি। সন্ধ্যার কাছে বিকেল নতজানু হতেই সবুজ পাহাড়েরা মিশকালো হয়ে যায়। ফলে- আমরা চালের ফুটো দিয়ে চাঁদ দেখি, আর...

মাহবুবা ফারজানা নতুন তথ্য সচিব

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন বেগম মাহবুবা ফারজানা। তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) ছিলেন। তাকে সচিব পদে পদোন্নতি...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here