Saturday, December 7, 2024

তিন দশক উদ্‌যাপন গণসাক্ষরতা অভিযান প্রতিষ্ঠার

প্রতিষ্ঠার তিন দশক উদ্‌যাপন করল শিক্ষা নিয়ে কাজ করা বেসরকারি সংস্থাগুলোর মোর্চা গণসাক্ষরতা অভিযান। এ উপলক্ষে গণসাক্ষরতা অভিযান শনিবার রাতে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক প্রীতি সম্মিলনের আয়োজন করে।

প্রীতি সম্মিলনে সরকারের মন্ত্রী, সংসদ সদস্য, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, শিক্ষাবিদ, অর্থনীতিবিদ, সাবেক আমলা, সংস্কৃতিজন থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন।

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের একটি সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। তবে অনুষ্ঠানে ছিল না কোনো বক্তৃতা অনুষ্ঠান। কেউ কেউ দু-এক কথায় শুভেচ্ছা জানান। একটি প্রামাণ্যচিত্রের মাধ্যমে দেখানো হয় গণসাক্ষরতা অভিযানের তিন দশকের কার্যক্রম।

প্রীতি সম্মিলনে অংশ নেওয়া অতিথিরা
প্রীতি সম্মিলনে অংশ নেওয়া অতিথিরাছবি

গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধূরী এবং অভিনেতা মনির খান শিমুল অনুষ্ঠান উপস্থাপনা করেন। অনুষ্ঠানের ফাঁকে বনসাই দিয়ে অতিথিদের কৃতজ্ঞতা জানানো হয়।

নৃত্য শৈলী নামে সিলেটের একটি সাংস্কৃতিক দলের নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠান।

অতিথিদের মধ্যে ছিলেন অর্থনীতিবিদ রেহমান সোবহান, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান; সংসদ সদস্য আসাদুজ্জামান নূর ও আরমা দত্ত; তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আবদুল মুয়ীদ চৌধুরী ও সুলতানা কামাল, রাষ্ট্রবিজ্ঞানী রওনক জাহান, প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা, চিত্রনায়ক আলমগীর, ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনাম, ডাকসুর সাবেক ভিপি মাহফুজা খানম, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের উপাচার্য রুবানা হক, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম, শিক্ষাবিদ অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল, অধ্যাপক ইয়াসমিন হক, সাবেক শিক্ষাসচিব নজরুল ইসলাম খান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজিবিষয়ক সাবেক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসান, সিপিডির বিশেষ ফেলো মোস্তাফিজুর রহমান, চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম, বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু, ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্, বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং, সংগীতশিল্পী ফাহমিদা নবী, পর্বতারোহী এম এ মুহিত, প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক, সাংবাদিক জ ই মামুন, মুন্নী সাহা প্রমুখ।

spot_imgspot_img

ছবিটা তুলে রাখুন ঐতিহাসিক হয়ে থাকবে : ড. ইউনূস

গ্রামীণ টেলিকমের শ্রমিক-কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৫ কোটি টাকা আত্মসাৎ এবং পাচারের অভিযোগে করা মামলায় জামিন পেয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস।...

মায়ের ঘুমপাড়ানি সুর শান্তিধারা

আমাদের জোনাকজ্বলা গ্রাম বিদ্যুৎ তখনও দেখেনি। সন্ধ্যার কাছে বিকেল নতজানু হতেই সবুজ পাহাড়েরা মিশকালো হয়ে যায়। ফলে- আমরা চালের ফুটো দিয়ে চাঁদ দেখি, আর...

মাহবুবা ফারজানা নতুন তথ্য সচিব

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন বেগম মাহবুবা ফারজানা। তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) ছিলেন। তাকে সচিব পদে পদোন্নতি...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here