Saturday, December 7, 2024

বাঁচতে হবে হাত ধরাধরি করে: বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা

অর্থভুবন ডেস্ক

সংঘাত নয়, পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে একে অন্যের হাত ধরে এগিয়ে যেতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শনিবার ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত জি–২০ শীর্ষ সম্মেলনের ‘এক বিশ্ব’ অনুষ্ঠানে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী এ কথা বলেন। প্রধানমন্ত্রীর বক্তব্যে মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হওয়া বিপুলসংখ্যক রোহিঙ্গা জনগোষ্ঠীর দুর্দশার কথাও উঠে এসেছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সুষ্ঠু জীবনধারণের অধিকার সবার আছে। মিয়ানমারের বাস্তুচ্যুতদের ফেরত যাওয়ার বিষয়টি বিশ্বের ভুলে গেলে চলবে না। তাঁদের জন্য মানবিক সহায়তাও জারি থাকা জরুরি।’

নয়াদিল্লির প্রগতি ময়দানে ‘ভারত মণ্ডপমে’ এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তাঁর ভাষণে জলবায়ু পরিবর্তন, করোনা মহামারি, করোনা–পরবর্তী বৈশ্বিক পরিস্থিতি এবং নানা অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও পাল্টা নিষেধাজ্ঞার কথা উল্লেখ করেন। তিনি বলেন, ‘এসব চ্যালেঞ্জ আমাদের বাধ্য করছে এক বিশ্ব ও সমাজ আঁকড়ে ধরতে, যাতে শান্তি ও প্রগতির পাশাপাশি মানবসভ্যতার ভবিষ্যৎ সুরক্ষিত থাকে।’  

বৈশ্বিক নেতৃত্বের উদ্দেশে শেখ হাসিনা বলেন, ‘পৃথিবী ও মানুষের সহাবস্থানের জন্য জরুরি এমন এক বৈশ্বিক আবহ, যা দারিদ্র্য দূর করার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রশমিত করবে। সেই সঙ্গে বিশ্বে সংঘাতের বদলে সহযোগিতার বাতাবরণ সৃষ্টি করবে।’ ভারতের সভাপতিত্বে এবারের জি-২০ শীর্ষ সম্মেলনের প্রতিপাদ্যও তা–ই, ‘এক বিশ্ব, এক পরিবার, এক ভবিষ্যৎ।’

জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় প্রযুক্তি হস্তান্তরে অর্থায়ন হওয়া একান্তভাবে দরকার বলে উল্লেখ করেন শেখ হাসিনা। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে বাংলাদেশের ভূমিকা কিঞ্চিৎ। কিন্তু এর কুফল ভোগ করতে হচ্ছে অনেক বেশি। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ যেসব পরিবেশবান্ধব ও টেকসই উন্নয়ন কর্মসূচি গ্রহণ করেছে, সেগুলো তুলে ধরেন তিনি।

এ প্রসঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে গৃহীত ‘লাইফস্টাইল ফর এনভায়রনমেন্ট’ আন্দোলনের উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘পরিবেশবান্ধব ও টেকসই ব্যবস্থা নেওয়া ছাড়া পৃথিবী ও মানুষের বেঁচে থাকা কঠিন। বিশ্বব্যাংকের প্রতিবেদনেও এটা উল্লেখ রয়েছে। ওই প্রতিবেদনে দেখা গেছে, জলবায়ু পরিবর্তনের কারণে ২০৫০ সালের মধ্যে বিশ্বের ১ কোটি ৩৩ লাখ মানুষ গৃহহারা হবেন।’

শেখ হাসিনা জানান, তাঁর সরকার চলতি বছরের আগস্ট পর্যন্ত ৮ লাখ ৪০ হাজার গৃহহীন ও ভূমিহীন মানুষকে বিনা খরচে জমি ও বাড়ি দিয়েছে। দেশের একজন মানুষও যাতে গৃহহীন না থাকে, তা নিশ্চিত করা তাঁর সরকারের লক্ষ্য বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

জি–২০–এর সভাপতির দায়িত্বপ্রাপ্ত ভারত এবারের শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছে। এ ছাড়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশকে বারবার ‘বিশ্বস্ত বন্ধু ও নির্ভরযোগ্য প্রতিবেশী’ হিসেবে অভিহিত করেছেন।

গতকাল শুক্রবার নিজের সরকারি বাসভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের সময়েও পারস্পরিক সম্পর্কের গভীরতা ও ব্যাপ্তির কথা উল্লেখ করেন নরেন্দ্র মোদি। তিনি বলেন, গত ৯ বছরে দুই দেশের সম্পর্কের অগ্রগতি সন্তোষজনক। মোদি এবারের জি–২০ শীর্ষ সম্মেলনে ৯টি দেশকে বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছেন। এর মধ্যে বাংলাদেশ একমাত্র প্রতিবেশী রাষ্ট্র।  

শেখ হাসিনার চার সুপারিশ

সহাবস্থানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা চারটি সুপারিশ করেন। প্রথমত, বৈশ্বিক সমস্যা সমাধানে ঐক্যবদ্ধভাবে সুসংহত ব্যবস্থা গ্রহণ করা। সেই লক্ষ্যে জি–২০ ও আন্তর্জাতিক অর্থ সংস্থাগুলোর বড় ভূমিকা রয়েছে। দ্বিতীয়ত, মানবকল্যাণের স্বার্থে পুরো বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করা। সে জন্য দৃঢ় ভূমিকা গ্রহণ প্রয়োজন।

তৃতীয়ত, জলবায়ু পরিবর্তনের ফলে গৃহহীন দুর্গতদের পুনর্বাসনের জন্য অর্থায়ন তহবিল দ্রুত কার্যকর করা। চতুর্থত, মিয়ানমারের বাস্তুচ্যুতদের সে দেশে ফেরত পাঠানোর বিষয়টি আন্তর্জাতিক বিশ্বের ভুলে যাওয়া ঠিক হবে না। সেই সঙ্গে মিয়ানমারের বাস্তুচ্যুতদের জন্য মানবিক অনুদান অব্যাহত রাখা।

spot_imgspot_img

ছবিটা তুলে রাখুন ঐতিহাসিক হয়ে থাকবে : ড. ইউনূস

গ্রামীণ টেলিকমের শ্রমিক-কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৫ কোটি টাকা আত্মসাৎ এবং পাচারের অভিযোগে করা মামলায় জামিন পেয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস।...

মায়ের ঘুমপাড়ানি সুর শান্তিধারা

আমাদের জোনাকজ্বলা গ্রাম বিদ্যুৎ তখনও দেখেনি। সন্ধ্যার কাছে বিকেল নতজানু হতেই সবুজ পাহাড়েরা মিশকালো হয়ে যায়। ফলে- আমরা চালের ফুটো দিয়ে চাঁদ দেখি, আর...

মাহবুবা ফারজানা নতুন তথ্য সচিব

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন বেগম মাহবুবা ফারজানা। তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) ছিলেন। তাকে সচিব পদে পদোন্নতি...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here