Tuesday, January 14, 2025

নানা কারণে হারানো উজ্জ্বল ত্বক ফিরে পেতে কী করবেন?

অর্থভুবন ডেস্ক

কমবেশি সবাই উজ্জ্বল ত্বক পেতে পছন্দ তরেন। এ জন্য অনেকেই নিয়ম মেনে ত্বকের পরিচর্যা নেন। কিন্তু এত কিছুর মাঝেও গুরুত্বপূর্ণ যে জিনিসটা ভুলে যান তা হলো, ত্বকের যত্নে ভালো খাবার খাওয়া। উজ্জ্বল ত্বক পেতে করণীয় কী চলুন জেনে নেওয়া যাক।

পানি
উজ্জ্বল ত্বক পেতে হলে প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। সকালবেলা ঘুম থেকে উঠেই পানি পান করলে শরীরের ক্ষতিকারক টক্সিন বেরিয়ে যায়। সকালবেলা যদি হালকা গরম পানি খাওয়া যায় তাহলে আরো ভালো। পানি শরীর থেকে টক্সিন বের করার পাশাপাশি শরীর হাইড্রেট রাখতেও সাহায্য করে।

 
  এর ফলে মুখে ব্রণ হয় না, সেই সঙ্গে ত্বকও উজ্জ্বল থাকে।

 

মধু এবং লেবু
সকালবেলা ঘুম থেকে ওঠার পর হালকা গরম পানিতে পরিমাণমতো মধু ও লেবু মিশিয়ে খেতে পারলে ত্বক উজ্জ্বল হয়। মধুর মধ্যে অ্যান্টি-এজিং বৈশিষ্ট্য রয়েছে। এর ফলে ত্বকে বলিরেখা পড়ে না।

 
আর ভিটামিন-সিযুক্ত লেবুর রস কোষের বৃদ্ধিতে সহায়তা করে।

 

ফল বা সবজির জুস
যেকোনো ফল বা সবজির জুস খেতে পারলে খুব ভালো হয়। এতে প্রয়োজনীয় পুষ্টি, ফাইবার এবং ভিটামিন থাকে যা উজ্জ্বল ত্বক ফিরিয়ে দিতে সাহায্য করে।

দুধের সঙ্গে হলুদ

দুধের সঙ্গে হলুদ মিশিয়ে খেলে গায়ের রং উজ্জ্বল হবে, এ ধারা অনেক আগে থেকেই চলে আসছে। হলুদের অ্যান্টিবায়োটি বৈশিষ্ট্য রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ানোর পাশাপাশি ত্বককে সতেজ রাখে।

 
তাই ঘরে এই পদ্ধতিগুলো অনুসরণ করতে পারলেই দিনে দিনে ফিরে আসবে ত্বকের উজ্জ্বলতা
spot_imgspot_img

ছবিটা তুলে রাখুন ঐতিহাসিক হয়ে থাকবে : ড. ইউনূস

গ্রামীণ টেলিকমের শ্রমিক-কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৫ কোটি টাকা আত্মসাৎ এবং পাচারের অভিযোগে করা মামলায় জামিন পেয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস।...

মায়ের ঘুমপাড়ানি সুর শান্তিধারা

আমাদের জোনাকজ্বলা গ্রাম বিদ্যুৎ তখনও দেখেনি। সন্ধ্যার কাছে বিকেল নতজানু হতেই সবুজ পাহাড়েরা মিশকালো হয়ে যায়। ফলে- আমরা চালের ফুটো দিয়ে চাঁদ দেখি, আর...

মাহবুবা ফারজানা নতুন তথ্য সচিব

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন বেগম মাহবুবা ফারজানা। তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) ছিলেন। তাকে সচিব পদে পদোন্নতি...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here