Friday, October 4, 2024

প্রায় দু’ঘণ্টা মাইক বিভ্রাটে বন্ধ ছিল সংসদ অধিবেশন

অর্থভুবন ডেস্ক

মাইক বিভ্রাটের কারণে রোববার জাতীয় সংসদের অধিবেশন প্রায় দুই ঘণ্টা বন্ধ রাখতে হয়েছে। বিকেলে ৪টা ৪৮ মিনিটে অধিবেশন শুরু হওয়ার কিছুক্ষণ পরই মাইকে গোলযোগ দেখা দেয়। তখন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশন ১০ মিটিটের জন্য স্থগিত করেন। মাগরিবের নামাজের বিরতির পর ৬টা ৪১ মিনিটে সংসদ অধিবেশন শুরু হয়। 
 
রোববার অধিবেশনের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপনের পর সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন বিল-২০২৩ এর উপর সংসদীয় কমিটির প্রতিবেদন উপস্থাপনকালে সংসদ কক্ষের মাইক বন্ধ হয়ে যায়। পরে বিকল্প ব্যবস্থায় হ্যান্ড মাইক দিয়ে রিপোর্ট উপস্থাপন শেষ করেন তিনি। এরপর হ্যান্ডমাইক দিয়ে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি শহিদুজ্জামান সরকার বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল (সংশোধন) বিল-২০২৩ ও জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন (সংশোধন) বিলের রিপোর্ট উপস্থাপন করেন। 
 
এরপর ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক সাইবার নিরাপত্তা বিলের রিপোর্ট উপস্থাপন শুরু করলে তখন বিরোধী দলীয় সদস্য মসিউর রহমান রাঙা স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, কিছু শোনা যাচ্ছে না। এসময় বিরোধী দলের বাকি সদস্যরাও একই কথা বলেন। রেজওয়ান আহাম্মদ তৌফিকের রিপোর্ট উপস্থাপন শেষে স্পিকার বলেন, যেহেতু কিছু শোনা যাচ্ছে না, তাই অধিবেশন ১০ মিনিট স্থগিত ঘোষণা করছি। পরে প্রায় দুই ঘণ্টা পর অধিবেশন শুরু হয়। 
spot_imgspot_img

ইসরাইলে হামলার ঘটনা হস্তক্ষেপ না করতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে ইরান

 ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগশি বুধবার ইসরাইলে ইরানের হামলার ঘটনায় মার্কিন যুক্তরাষ্ট্রকে হস্তক্ষেপ না করতে সতর্ক করেছেন। তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, বার্তাটি তেহরানের সুইস...

জাপানের নতুন প্রধানমন্ত্রী ইশিবাকে অভিনন্দন চীনের শি’র

একটি ‘গঠনমূলক ও স্থিতিশীল’ সম্পর্ক গড়ে তোলার সুযোগকে স্বাগত জানিয়ে জাপানের নতুন প্রধানমন্ত্রী শিগেরু ইশিবাকে অভিনন্দন জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বেইজিং থেকে আজ...

জাতিসংঘের প্রধানকে ‘অবাঞ্চিত’ ঘোষণা ইসরাইলের

ইসরাইলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার সুনিদিষ্টভাবে নিন্দা করতে ব্যর্থতার অভিযোগে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসকে ‘অবাঞ্চিত’ ঘোষণা করেছে ইসরাইল।  আজ বুধবার ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী কাৎজ’র এক বিবৃতির উদ্ধৃতি...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here