Saturday, February 15, 2025

সময়কে কাজে লাগাবেন যেভাবে

অর্থভুবন ডেস্ক

সময় গেলে সাধন হবে- এই কথার অর্থ আমরা সবাই জানি। সময়ের কাজ সময়ে না করলে পরবর্তীতে হাজার আক্ষেপেও ফিরে আসে না সেই সময়। সময়ের সঠিক ব্যবহার না করলে জীবন এলোমেলো হয়ে যেতে পারে। কারণ অর্থসম্পদ ফিরে পাওয়া গেলেও হারিয়ে যাওয়া সময়কে ফিরিয়ে আনার উপায় নেই। জেনে নিন কিছু গুরুত্বপূর্ণ টিপস।

 

লক্ষ্য ঠিক করুন
কাজ শুরুর আগে লক্ষ্য ঠিক করা জরুরি। লক্ষ্য ধরে এগোতে থাকলে কাজে সাফল্য আসার সম্ভাবনা বেড়ে যায় অনেকাংশেই। 

 

অগ্রাধিকার ঠিক করুন
প্রতি মুহূর্তেই হাজারটি ভিন্ন ধরনের কাজ করা যায়। তবে এই মুহূর্তে কোন কাজটি বেশি জরুরি, সেটা ঠিক করতে হবে আপনাকেই। জমে থাকা কাজগুলোকে দুইভাগে ভাগ করে ফেলুন। অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ কাজ এবং বেশি গুরুত্বপূর্ণ কাজের লিস্ট করে সে অনুযায়ী কাজ শেষ করুন।

 

সময়সীমা বেধে নিন
নির্দিষ্ট কাজ কতটুকু সময়ের মধ্যে শেষ করবেন সেটা ঠিক করে ফেলুন শুরুতেই। এতে কাজে উদ্যম আসবে। 

সব পারতেই হবে এই মনোভাব ত্যাগ করুন
অনেক কাজ করতে চাওয়া এবং অনেক কাজ করা- দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। অনেক কাজ করতে চাওয়ার পেছনে বাড়তি সময় নষ্ট করবেন না। মনে রকাহবেন আপনি সুপার হিরো না। ফলে একই সঙ্গে অনেক কাজ করতে হবে এটি এক ধরনের অবাস্তব চিন্তা।

 

সুদূরপ্রসারী পরকল্পনার জন্য সময় রাখুন হাতে
মুহূর্তের কাজ মুহূর্তে করতে গিয়ে দেখা যায় বড় ধরনের পরিকল্পনাগুলো নিয়ে ঠিক মতো কাজ করা হয়ে ওঠে না। ফলে একসময় হতাশা কাজ করতে থাকে। প্রতিদিন আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা সময় রাখুন শুধুমাত্র সুদূরপ্রসারী কাজগুলো গোছানোর জন্য।

নিজেকে সময় দিতে ভুলবেন না
কাজ করতে করতে আবার রোবট হয়ে যাবেন না যেন! এতে ক্ষতি নিজেরই। দিনের মধ্যে কিছুক্ষণ বরাদ্দ কেবল নিজের জন্য। এ সময়টুকু পছন্দের কাজ যেমন বই পড়া, বাগানে কাজ করা, গান শোনা ইত্যাদি কাজে ব্যয় করুন। এতে নতুন করে কাজ করার এনার্জি ফিরে পাবেন।   

 
 
spot_imgspot_img

দুপুরে হালকা বিশ্রাম নেওয়ার সুফল

দুপুরে কিছু সময় বিশ্রাম নেওয়াকে আরবিতে ‘কায়লুলাহ’ বলা হয়। যদি রাতের সময় যথেষ্ট পরিমাণে ঘুম না হয় বা কোনো কারণে রাতের ঘুম পূর্ণ না...

রংপুর ও সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে

আবহাওয়া অফিস জানিয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে রংপুর ও সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি...

জুলাই শহীদ পরিবারদের এককালীন টাকার পাশাপাশি মাসিক ভাতা ও চাকরির কথা বলা হয়েছে : নাহিদ

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন নির্মূলে বিগত আওয়ামী লীগ সরকারের বিভিন্ন বাহিনীর হাতে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারকে এককালীন টাকার পাশাপাশি মাসিক ভাতা এবং পরিবারের সদস্যদের...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here