Tuesday, January 14, 2025

চুল সাজুক ফুলে উৎসবে

অর্থভুবন ডেস্ক

চুল সাজাতে ফুলের ব্যবহার সেই প্রাচীনকাল থেকে হয়ে আসছে। ফুল পবিত্রতার প্রতীক এবং এটি পাওয়া যায় সহজে। তাই হয়তো এটি নারীদের পুরোনো অলংকারগুলোর একটি। শুধু খোঁপায় তো নয়, ফুল দিয়ে সাজানো যায় ঝুঁটি বা বেণি। এমনকি খোলা চুলের সাজেও ব্যবহার করা হচ্ছে ফুল। আবার শুধু গোলাপ, বেলি বা গাঁদা নয়, এখন নানা রকমের ফুল দিয়েই চুল সাজানো হয়ে থাকে। পূজার উৎসবে স্নিগ্ধতা ধরে রাখতে ফুলেই সাজুক চুল। 

 

খোঁপায় ফুল
প্রথমত, সব চুল একত্র করে টাইট খোঁপা করে ফেলুন। তারপর খোঁপায় গুঁজে দিতে পারেন দুই থেকে তিনটি গোলাপ ফুল। গাঁদা ফুল দিয়ে পেঁচিয়েও দিতে পারেন পুরো খোঁপা।

 

আবার একপাশে সিঁথি করেও খোঁপা করতে পারেন। মাথার ডান বা বাম পাশে সিঁথি করে আরেক পাশে চুলকে টুইস্ট করে পেঁচিয়ে তারপর সব চুল একত্রে নিয়ে খোঁপা করুন। তারপর খোঁপায় নিজের পছন্দমতো ফুল গুঁজে দিন। 

বেণিতে ফুল
বর্তমানে বেণিতে ফুলের ব্যবহার একটি ট্রেন্ডি বিষয়। একটি বা দুটি বেণি সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে ফেলা যায়। একটি বেণি করে পুরো বেণি গাঁদা ফুলের মালা দিয়ে পেঁচিয়ে ফেললে দেখতে সুন্দর লাগে। আবার পুরো চুলে ফুল দিতে না চাইলে শুধু বেণির গোড়ায় গোলাপ বা অন্য যেকোনো ফুল ব্যবহার করতে পারেন।

আবার মাঝখানে সিঁথি করে দুই পাশে দুটি বেণি করেও ফুল দিয়ে সাজানো যায়। এ ক্ষেত্রে বেণি করার পর সিঁথিতে গাঁদা ফুলের মালা দিতে পারেন। দুই পাশে কান পর্যন্ত সিঁথির মালাটির সঙ্গে যুক্ত করে আরেকটি গাঁদা ফুলের মালা দিতে পারেন। দেখতে সুন্দর লাগবে।

ছবি: আজকের পত্রিকা
ঝুঁটিতে ফুল

এখন অনেকেই চুলে ঝুঁটি করে তাতে ফুল দিয়ে থাকেন। সব চুল একসঙ্গে নিয়ে ঝুঁটি করুন। তারপর ব্যান্ড ঘিরে ফুল দিন। আবার পুরোটা জুড়ে দিতে না চাইলে শুধু দুটি ফুল ব্যবহার করতে পারেন। অর্ধেক চুল খোলা রেখে, ওপরের দিকের চুলটুকুতে ঝুঁটি বেঁধেও ফুল লাগিয়ে দিতে পারেন। দেখতে অনেক ট্রেন্ডি লাগবে।

খোলা চুলে ফুল
এখন খোলা চুলে ফুল দেওয়া ট্রেন্ড হয়ে গেছে। যেকোনো পোশাকের সঙ্গে এই লুক মানিয়ে যায়। চুল খোলা রেখে মাঝে সিঁথি করে তাতে দিয়ে দিতে পারেন বেলি বা গাঁদা বা গোলাপের মালা। আবার একপাশে সিঁথি করে সিঁথির যে পাশে চুল কম, সেদিকে কানের সঙ্গে ফুল গুঁজে দিতে পারেন। যেকোনো পোশাকের সঙ্গে এ সাজ মানাবে। 

সূত্র: ওয়েডিং ওয়্যার

spot_imgspot_img

ছবিটা তুলে রাখুন ঐতিহাসিক হয়ে থাকবে : ড. ইউনূস

গ্রামীণ টেলিকমের শ্রমিক-কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৫ কোটি টাকা আত্মসাৎ এবং পাচারের অভিযোগে করা মামলায় জামিন পেয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস।...

মায়ের ঘুমপাড়ানি সুর শান্তিধারা

আমাদের জোনাকজ্বলা গ্রাম বিদ্যুৎ তখনও দেখেনি। সন্ধ্যার কাছে বিকেল নতজানু হতেই সবুজ পাহাড়েরা মিশকালো হয়ে যায়। ফলে- আমরা চালের ফুটো দিয়ে চাঁদ দেখি, আর...

মাহবুবা ফারজানা নতুন তথ্য সচিব

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন বেগম মাহবুবা ফারজানা। তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) ছিলেন। তাকে সচিব পদে পদোন্নতি...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here