Friday, January 17, 2025

ভোগের ‘বিজনেস ১০০ ইনোভেটর’ তালিকায় ২ বাংলাদেশি

অর্থভুবন ডেস্ক

‘ভোগ বিজনেস ১০০ ইনোভেটর ২০২৩’ তালিকায় স্থান পেয়েছেন দুই বাংলাদেশি। এর মধ্যে বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জের প্রতিষ্ঠাতা ও সিইও মোস্তাফিজ উদ্দিন সম্মানজনক ‘সাসটেইনেবিলিটি থট লিডার’ হিসেবে এই তালিকায় রয়েছেন। এ ছাড়া তালিকায় জায়গা করে নিয়েছেন সাবেক সাংবাদিক এবং নারী স্বাস্থ্য বিষয়ক অ্যাডভোকেট তাওহিদা শিরোপা।

আজ সোমবার এ তালিকা প্রকাশ করেছে ভোগ ম্যাগাজিন।
 
তাওহিদা শিরোপা বাংলাদেশি স্টার্টআপ ‘মনের বন্ধু’র প্রতিষ্ঠাতা। এ প্রতিষ্ঠানটি গার্মেন্টস কারখানার শ্রমিক, মহিলা এবং যুবকদের কাউন্সেলিং, ওয়ার্কশপসহ কম খরচে সহজলভ্য মানসিক স্বাস্থ্য এবং সুস্থতা পরিষেবা দিয়ে থাকে।

 

যেসব নেতা, প্রতিষ্ঠাতা এবং কর্মী ফ্যাশন শিল্পকে আরও টেকসই ও সুন্দর করার জন্য অসামান্য অবদান রেখেছেন এমন সব ব্যক্তিকে নিয়ে এবার প্রকাশিত হয়েছে বার্ষিক ভোগ বিজনেস ১০০ ইনোভেটর ২০২৩ তালিকা।

এ বছর ভোগ বিজনেস ১০০ ইনোভেটরদের ৫টি বিভাগে ভাগ করা হয়েছে। সেগুলো হচ্ছে—টেক অ্যান্ড ওয়েব ৩ ইনোভেটরস, সাসটেইনেবিলিটি থট লিডারস, নেক্সট–জেনার এন্টারপ্রেনার্স অ্যান্ড অ্যাজিটেটরস, বিউটি ডিসরাপ্টারস এবং চ্যাম্পিয়নস অব চেঞ্জ।

এতে বলা হয়, ?ভোগ বিজনেস ১০০ ইনোভেটর্স-২০২৩? এর তালিকায় জায়গা করে নিয়েছেন প্রাক্তন সাংবাদিক এবং নারী স্বাস্থ্য বিষয়ক অ্যাডভোকেট তাওহিদা শিরোপা। তালিকায় তাকে ?সাসটেইনেবিলিটি থট লিডার? হিসেবে উল্লেখ করা হয়েছে।

তাওহিদা শিরোপা বাংলাদেশি স্টার্টআপ ‘মনের বন্ধু’র প্রতিষ্ঠাতা। এ প্রতিষ্ঠানটি গার্মেন্টস কারখানার শ্রমিক, মহিলা এবং যুবকদের কাউন্সেলিং, ওয়ার্কশপসহ কম খরচে সহজলভ্য মানসিক স্বাস্থ্য এবং সুস্থতা পরিষেবা দিয়ে থাকে।

spot_imgspot_img

ছবিটা তুলে রাখুন ঐতিহাসিক হয়ে থাকবে : ড. ইউনূস

গ্রামীণ টেলিকমের শ্রমিক-কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৫ কোটি টাকা আত্মসাৎ এবং পাচারের অভিযোগে করা মামলায় জামিন পেয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস।...

মায়ের ঘুমপাড়ানি সুর শান্তিধারা

আমাদের জোনাকজ্বলা গ্রাম বিদ্যুৎ তখনও দেখেনি। সন্ধ্যার কাছে বিকেল নতজানু হতেই সবুজ পাহাড়েরা মিশকালো হয়ে যায়। ফলে- আমরা চালের ফুটো দিয়ে চাঁদ দেখি, আর...

মাহবুবা ফারজানা নতুন তথ্য সচিব

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন বেগম মাহবুবা ফারজানা। তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) ছিলেন। তাকে সচিব পদে পদোন্নতি...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here