Friday, January 17, 2025

অনলাইন ব্যবসার ৩ ভুল

অর্থভুবন ডেস্ক  

অনলাইন ব্যবসায় সফলতা পাওয়া যেমন সহজ তেমনি ছোটখাটো কিছু বিষয়ের অজ্ঞতায় পড়তে পারেন বিপর্যয়ে। অনলাইন ব্যবসার শুরু থেকে নতুন নতুন কৌশল, সততা ও ধৈর্য থাকলে সফল হবেন। তেমনি বাজে কৌশল, অসৎ উপায়, অধৈর্য ও কথা-কাজের মিল না থাকলে অনেকেই অনলাইন ব্যবসায় সফলতা পান না। অনলাইন ব্যবসায় যে ভুলগুলো করা যাবে না। লিখেছেন সাজিদ ইমতিয়াজ

সঠিক পরিকল্পনার অভাব : অনেকেই অনলাইনে ব্যবসা করার জন্য সঠিক পরিকল্পনা না করেই অনলাইনের ব্যবসা শুরু করে দেন। যার কারণে কিছুদিন পরই আর আগাতে পারেন না। অনেকেই ভাবেন অনলাইনে ব্যবসা মানেই, ফেসবুকে একটা পেইজ খুলে ব্যবসা শুরু করে দেওয়া। কিন্তু ব্যবসা সচল রাখার জন্য সঠিক পরিকল্পনা বা কৌশল না থাকার কারণে কিছুদিন পরেই সেই পেইজে আর নতুন কোনো কার্যক্রমও থাকে না। একঘেয়ে হয়ে যায় আর নতুন পরিকল্পনাও থাকে না।

ব্যবসার পরিচিতি সবার আগে : অনলাইন ব্যবসার অতি দ্রুত জনপ্রিয় হওয়ার পেছনে যে বিষয়টি সবচেয়ে বড় ভূমিকা পালন করে তা হলো নিজেকে নিজের ব্যবসার চেয়েও অধিক বেশি পরিচিত করার চেষ্টা না করা। নিজেকে পরিচিত না করে বরং ব্যবসাকে পরিচিত করে তোলেন। বন্ধুবান্ধব বা আত্মীয়স্বজনকে আপনার কোনো ফেসবুক পেইজে লাইক বা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে না বলে বরং সেই সময়টা ব্যবসার পেইজের প্রতি ও ব্যবসার পণ্যের প্রতি মনোযোগী হন। নতুন পণ্য, কোয়ালিটি ও মানসম্মত হলে আপনাকে লাইক বা সাবস্ক্রাইব করতে বলতে হবে না। আপনার অনলাইন ব্যবসা আপনা থেকেই প্রতিষ্ঠা পাবে। তখন তারা নিজ থেকে আপনার পেইজে লাইক বা চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। ব্যবসার মালিক বা আপনার ব্যবসার চেয়েও নিজেকে বেশি পরিচিত করার দরকার নেই। মনে রাখবেন আপনার ব্যবসার প্রসার দিয়েই আপনাকে চিনবে মানুষ। ব্যবসা দিয়ে না।

ওয়েব লিস্টিং করা : শুধুমাত্র নিজের ফেসবুক পেইজে ব্যবসার পণ্য বা সেবা সামগ্রীগুলো সংযুক্ত করলে বিক্রয় বৃদ্ধি করা সম্ভব নয়। কারণ ক্রেতা সাধারণত ২টি প্ল্যাটফর্ম থেকে আকর্ষিত হয়, একটি হলো সোশ্যাল মিডিয়া অন্যটি হলো গুগল। তাই, আপনার প্রোডাক্টগুলো যদি কোনো ই-কমার্স অথবা ওয়েব লিস্টিং ওয়েবসাইটে যুক্ত না থাকে, তবে আপনি গুগল থেকে সার্চ করে আসা ক্রেতাদের হারাবেন। তাই বিক্রয় বৃদ্ধি করতে আপনার ব্যবসার পণ্য বা সেবাগুলো ওয়েব লিস্টিং করুন।

spot_imgspot_img

ছবিটা তুলে রাখুন ঐতিহাসিক হয়ে থাকবে : ড. ইউনূস

গ্রামীণ টেলিকমের শ্রমিক-কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৫ কোটি টাকা আত্মসাৎ এবং পাচারের অভিযোগে করা মামলায় জামিন পেয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস।...

মায়ের ঘুমপাড়ানি সুর শান্তিধারা

আমাদের জোনাকজ্বলা গ্রাম বিদ্যুৎ তখনও দেখেনি। সন্ধ্যার কাছে বিকেল নতজানু হতেই সবুজ পাহাড়েরা মিশকালো হয়ে যায়। ফলে- আমরা চালের ফুটো দিয়ে চাঁদ দেখি, আর...

মাহবুবা ফারজানা নতুন তথ্য সচিব

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন বেগম মাহবুবা ফারজানা। তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) ছিলেন। তাকে সচিব পদে পদোন্নতি...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here