অর্থভুবন ডেস্ক
ব্রিটেনের মর্যাদাপূর্ণ সম্মাননা পুরস্কার ‘সিইও অব দি ইয়ার’ লাভ করেছেন ব্রিটিশ মুসলিম দাতব্য সংস্থা পেনি আপিলের প্রধান রিদওয়ানা ওয়ালেস-লাহের। গত ১ সেপ্টেম্বর বার্মিংহামের হলিডে ইন-এ ওশেনিক কনসাল্টিং আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে এ পুরস্কার লাভ করেন তিনি। ব্রিটিশ সমাজে এশীয় পেশাজীবীদের উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি হিসেবে এ সম্মাননা পুরস্কার দেওয়া হয়। রিদওয়ানা ওয়ালেস বলেন, ‘ব্রিটিশ এশিয়ান প্রফেশনাল অ্যাওয়ার্ড হিসেবে ২০২৩ সালের বর্ষসেরা সিইও পুরস্কার পেয়ে আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি।
সূত্র : ইয়াহু নিউজ