অর্থভুবন ডেস্ক
সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে আলোচনায় এসেছে ওয়েব সিরিজ ‘মহানগর’-এর ‘ওসি হারুন’ চরিত্রটি। ছাত্রলীগের তিন কেন্দ্রীয় নেতাকে থানায় মারধর করার ঘটনায় অতিরিক্ত উপকমিশনার (এডিসি) হারুন-অর-রশীদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অনেকেই বাস্তবের হারুনের সঙ্গে পর্দার হারুনকে মিলিয়ে পোস্ট দিচ্ছে ফেসবুকে। এ বিষয়ে সিরিজের নির্মাতা আশফাক নিপুণের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘এ বিষয়ে দুটি কথা আছে আমার।