অর্থভুবন ডেস্ক
ইউএনও সাহিদা আক্তার বলেন, ‘এই ছেলেটা আগেও একবার টাওয়ারে উঠেছিল। ছেলেটা অপ্রকৃতিস্থ। তার বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে। তার বাড়ির ঠিকানা পেলে তার জন্য যা করার দরকার হয় করব।’
কুমিল্লার বুড়িচং উপজেলার ভরাসার বাজার এলাকার কাছে ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের টাওয়ারের চূড়ায় উঠে পড়া নাসির উদ্দীন নামের যুবককে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের লিডার জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, রোববার সকাল সাড়ে ১০টার দিকে এক যুবককে টাওয়ারের চূড়ায় উঠে পা দোলাতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দেন স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে টানা দুই ঘণ্টার প্রচেষ্টায় ওই যুবককে উদ্ধার করেন। তিনি নিজের নাম ছাড়া কিছুই বলতে পারেননি। তাকে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে নেয়া হয়।
ইউএনও সাহিদা আক্তার বলেন, ‘এই ছেলেটা আগেও একবার টাওয়ারে উঠেছিল। ছেলেটা অপ্রকৃতিস্থ। তার বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে। তার বাড়ির ঠিকানা পেলে তার জন্য যা করার দরকার হয় করব।’