এ বছর জি-২০ সম্মেলনের আয়োজক হিসেবে ভারতে যে রাষ্ট্রীয় নৈশভোজের আয়োজন করা হয়েছিল, তাতে আমন্ত্রণকারী হিসেবে আমন্ত্রণপত্রে ‘প্রেসিডেন্ট অব ইন্ডিয়া’ নয়; বরং ‘প্রেসিডেন্ট অব ভারত’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
মোদি সরকারের আনুষ্ঠানিকভাবে দেশের নাম বদলের অভিপ্রায়ের বিষয়ে এই ঘটনা কোনো তাৎপর্য বহন করে কি না, তা নিয়ে ভারতের ভেতরে ও বাইরে পর্যবেক্ষকদের মধ্যে জল্পনা চলছে।