Saturday, December 7, 2024

অর্থনীতি নিয়ে হোমওয়ার্কে বিএনপি

অর্থভুবন ডেস্ক

দেশের অর্থনীতি নিয়ে বিএনপি হোমওয়ার্ক করছে। খাতওয়ারি বিশ্লেষণ করার মধ্য দিয়ে দলটি ধারণা নিতে চায় পরিস্থিতি স্বাভাবিক করতে কী ধরনের পদক্ষেপ জরুরি। বিএনপির সংশ্লিষ্ট নেতারা বলছেন, জনগণের ভোটে ক্ষমতায় যেতে পারলে কীভাবে দেশের অর্থনীতিকে সঠিক পথে আনতে হবে তার কার্যপদ্ধতি তৈরি করছেন তারা।

বিএনপি নেতারা বলছেন, দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি সংকটজনক। এ বিষয়ে জনগণের পাশাপাশি তারাও উদ্বিগ্ন। ১৪ বছর ধরে ক্ষমতায় থাকা আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ করে তারা দাবি করেন, লুটপাট ও টাকা পাচার করে দেশের অর্থনীতির বারোটা বাজিয়েছে ক্ষমতাসীনরা। তারা দেশের ব্যাংকগুলো ফোকলা করে দিয়েছে। এ সরকার যত দিন ক্ষমতায় থাকবে তত দেশের অর্থনীতি খারাপ হতেই থাকবে বলে মনে করেন বিএনপি নেতারা।

 

অর্থনীতি নিয়ে হোমওয়ার্ক করার বিষয়ে তারা বলেন, এর অংশ হিসেবে গত ১৩ জুলাই ‘সংবিধান ও রাষ্ট্রব্যবস্থার সংস্কার’ এবং ‘অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে’ ৩১ দফা রূপরেখা ঘোষণা করেছে বিএনপি। এগুলোর মধ্যে বেশ কয়েকটি দফা রয়েছে অর্থনৈতিক সংস্কারের বিষয়ে।

বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, ১৯৯১ থেকে ২০২৩ সালের জুলাই পর্যন্ত আমদানি, রপ্তানি, বিদেশি ঋণ, ব্যাংক পরিস্থিতি, রেমিট্যান্স, বিদ্যুৎ-জ্বালানি খাতের আয়-ব্যয়, অর্থ পাচার, আন্তর্জাতিক ঋণ, অনুদানসহ বিভিন্ন আর্থিক খাত নিয়ে হোমওয়ার্ক চলছে।

বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সুইডেন প্রবাসী শহীদুজ্জামান কাঁকন এ বিষয়ে কাজ করছেন বলে দলীয় সূত্রে জানা গেছে। জনগণের ভোটে ক্ষমতায় গেলে বিএনপি দেশের অর্থনীতি কীভাবে আগের অবস্থায় ফিরিয়ে আনবে জানতে চাইলে শ্রীলঙ্কার ঘুরে দাঁড়ানোর বিষয়টি তুলে ধরেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সাবেক সভাপতি আব্দুল আউয়াল মিন্টু। তিনি দেশ রূপান্তরকে বলেন, ‘দেশে চলমান অর্থনৈতিক সংকট নিয়ে চিন্তিত বিএনপি। সেজন্য জনগণের ভোটে ক্ষমতায় আসতে পারলে কীভাবে দেশের অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠা যাবে তা নিয়ে কাজ করছি আমরা।’

তিনি বলেন, ‘শ্রীলঙ্কা নিজেদের দেউলিয়া ঘোষণা করেছিল। কিন্তু এরই মধ্যে তারা ঘুরে দাঁড়িয়েছে। বাংলাদেশ থেকে নেওয়া ঋণ তারা পরিশোধ করেছে। কারণ শ্রীলঙ্কায় নতুন সরকার আসায় আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলো এগিয়ে এসেছে। পাশাপাশি শ্রীলঙ্কার রেমিট্যান্স ও পর্যটন খাত গতিশীল হয়েছে। বাংলাদেশে জনগণের সরকার এলে বন্ধুপ্রতিম দেশ ও আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলো এগিয়ে আসবে। তখন বাংলাদেশ ধীরে ধীরে অর্থনৈতিক মন্দা কাটিয়ে উঠবে। তবে সুনির্দিষ্ট করে সময় উল্লেখ করে কিছু বলা যাবে না।’

মিন্টু বলেন, ‘দেশের অর্থনীতি যাতে সঠিক পথে থাকে সেজন্য বিএনপির পক্ষ থেকে বিভিন্ন সময়ে সরকারকে পরামর্শ দেওয়া হয়েছে। কিন্তু সরকার কোনো কিছুকে গুরুত্ব দেয়নি। বরং মেগা প্রকল্প করে মেগা দুর্নীতি করেছে। সরকার সমর্থক ব্যবসায়ী, রাজনীতিবিদ, আমলা ও আইনশৃঙ্খলা বাহিনীর কিছু অসৎ সদস্য মিলে গড়ে ওঠা দুষ্টচক্র গড়ে তোলা হয়েছে। আজকে তাদের দুর্নীতি, লুটপাট ও টাকা পাচারের কথা দেশি-বিদেশি মিডিয়ায় ফলাও করে প্রচার করা হচ্ছে।’

গত বছরের এপ্রিল মাসে নিজেদের দেউলিয়া ঘোষণার ১৬ মাস পর গত ১৭ আগস্ট বাংলাদেশ থেকে নেওয়া ২০০ মিলিয়ন ডলার ঋণের প্রথম কিস্তি পরিশোধ করে শ্রীলঙ্কা।

মুদ্রাবিনিময় চুক্তি অনুযায়ী শ্রীলঙ্কাকে ২০২১ সালের ১৯ আগস্ট প্রথম ধাপে ৫০ মিলিয়ন ডলার, ৩০ আগস্ট দ্বিতীয় ধাপে ১০০ মিলিয়ন ডলার ও ২০২১ সালের সেপ্টেম্বরে তৃতীয় ধাপে ৫০ মিলিয়ন ডলার ঋণ দিয়েছিল বাংলাদেশ ব্যাংক।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক ভাইস চেয়ারম্যান দেশ রূপান্তরকে বলেন, ‘২০১৪ সালে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশের অর্থনীতি নিয়ে একটি রিপোর্ট তৈরি করেছিলেন বিএনপির দায়িত্বপ্রাপ্ত নেতারা। সে রিপোর্টে দেশের অর্থনীতির সার্বিক চিত্র উঠে এসেছিল। মূলত নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করলে ও জনগণের ভোটে ক্ষমতায় যেতে পারলে সংকটজনক অর্থনৈতিক পরিস্থিতি মোকাবিলায় কী কী পদক্ষেপ নিতে হবে, অর্থনীতি আগের অবস্থায় ফিরিয়ে নিতে কেমন সময় লাগতে পারে তা নির্ধারণ করা হয়েছিল।’ তিনি বলেন, ‘তখন দেশের অর্থনীতি নিয়ে কাজ করা নেতারা দলের চেয়ারপারসনের কাছে যে রিপোর্ট দিয়েছিলেন তাতে উল্লেখ করা হয়েছিল তিন বছরের কথা।’

বিএনপির ভাইস চেয়ারম্যান ও চারদলীয় জোট সরকারের বাণিজ্য উপদেষ্টা বরকতউল্লা বুলু বলেন, ‘দেশ অর্থনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। বিশে^র যেসব গণতান্ত্রিক দেশ বিশেষ করে বাংলাদেশের বন্ধুরাষ্ট্র যারা দেশের মানুষের ভোটাধিকার, মানবাধিকার আন্দোলনে সমর্থন দিচ্ছেন গণতন্ত্র ও মানুষের মানবাধিকার পুনরুদ্ধারে যারা এগিয়ে আসছেন তাদের সহযোগিতায় অর্থনীতি পুনরুদ্ধার করা হবে।’

তিনি বলেন, গত ১৩ জুলাই ঘোষণা করা ৩১ দফা রূপরেখা বাস্তবায়ন করা হবে যদি বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় যেতে পারে। রূপরেখায় আর্থিক খাতের অব্যবস্থাপনা দূর করতে বেশ কিছু পদক্ষেপের কথা বলা হয়েছে। প্রথমেই বলা হয়েছে, দুর্নীতি, লুটপাট ও টাকা পাচারের কথা। এতে দুর্নীতির ক্ষেত্রে কোনো আপস করা হবে না বলে উল্লেখ করে গত দেড় দশকে অর্থ পাচার ও দুর্নীতির অনুসন্ধান করে একটি শ্বেতপত্র প্রকাশ ও শ্বেতপত্রে চিহ্নিত দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করার কথা বলা হয়েছে। একই সঙ্গে দেশের বাইরে পাচার করা অর্থ দেশে ফেরত আনতে প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার কথা বলা হয়েছে। দুর্নীতি দমন কমিশন ও দুর্নীতি দমন আইন সংস্কারের পাশাপাশি দুদকের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে। সংবিধান অনুযায়ী ন্যায়পাল নিয়োগ করা হবে।

বুলু বলেন, অর্থনৈতিক ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে বিশেষজ্ঞ অর্থনীতিবিদ ও গবেষক, অভিজ্ঞ ব্যাংকার, করপোরেট নেতৃত্ব, প্রশাসনিক অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিদের সমন্বয়ে একটি ‘অর্থনৈতিক সংস্কার কমিশন’ গঠন করা হবে। মুক্তিযুদ্ধের মূলমন্ত্র সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের নিরিখে প্রবৃদ্ধির সুফল সুষম বণ্টনের মাধ্যমে ধনী-দরিদ্রের বৈষম্য দূর করা হবে। মুদ্রাস্ফীতির আলোকে শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা হবে। শিশুশ্রম বন্ধ করে তাদের জীবন বিকাশের উপযোগী পরিবেশ নিশ্চিত করা হবে। নিরাপদ কর্মপরিবেশ ও গণতান্ত্রিক ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করা হবে। পাটকল, বস্ত্রকল, চিনিকলসহ সব বন্ধ শিল্প পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হবে। প্রবাসী শ্রমিকদের জীবন, মর্যাদা ও কর্মের নিরাপত্তা নিশ্চিত করা হবে। চা-বাগান, বস্তি, চরাঞ্চল, হাওর-বাঁওড় ও মঙ্গাপীড়িত ও উপকূলীয় অঞ্চলের বৈষম্য দূর করা হবে। শিল্প খাতের বিকাশে বিনিয়োগবান্ধব নীতি গ্রহণ করে দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা হবে। প্রবাসী বাংলাদেশিদের বিনিয়োগে উৎসাহ, সুযোগ ও প্রণোদনা দেওয়া হবে। পরিকল্পিতভাবে দেশব্যাপী সমন্বিত শিল্প অবকাঠামো গড়ে তোলা হবে।

 
 
 
spot_imgspot_img

ছবিটা তুলে রাখুন ঐতিহাসিক হয়ে থাকবে : ড. ইউনূস

গ্রামীণ টেলিকমের শ্রমিক-কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৫ কোটি টাকা আত্মসাৎ এবং পাচারের অভিযোগে করা মামলায় জামিন পেয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস।...

মায়ের ঘুমপাড়ানি সুর শান্তিধারা

আমাদের জোনাকজ্বলা গ্রাম বিদ্যুৎ তখনও দেখেনি। সন্ধ্যার কাছে বিকেল নতজানু হতেই সবুজ পাহাড়েরা মিশকালো হয়ে যায়। ফলে- আমরা চালের ফুটো দিয়ে চাঁদ দেখি, আর...

মাহবুবা ফারজানা নতুন তথ্য সচিব

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন বেগম মাহবুবা ফারজানা। তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) ছিলেন। তাকে সচিব পদে পদোন্নতি...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here