অর্থভুবন ডেস্ক
চট্টগ্রামের পটিয়ায় পুত্রের ভয়ে নিজ বাসভবনে যেতে পারছে না অসুস্থ পিতা। পুত্র চারতলা ভবনের ভাড়াও তুলে আত্মসাৎ করেছে। প্রতিবাদ করায় মারধর করে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে। এরপর থেকে ভাতিজার ঘরে আশ্রয় নিয়েছেন তিনি। ভাতিজার আশ্রয়ে থেকে পুত্রের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন পিতা আব্দুর রশিদ (৭০)। তিনি পটিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পোস্ট অফিস রোডের চান মিয়া সওদাগরের বাড়ির বাসিন্দা মৃত হাজী চান মিয়ার পুত্র। তার অভিযুক্ত পুত্র হলেন মোহাম্মদ সরোয়ার রাজিন (৩২)। পিতার দায়ের করা অভিযোগ শুনানি শেষে আদালতের বিচারক তররাহুম আহমেদ তা আমলে নিয়ে পটিয়া থানাকে মামলা হিসেবে গ্রহণ করার নির্দেশ দিয়েছেন।
দায়ের করা মামলায় বৃদ্ধ পিতার অভিযোগ, তার কষ্টার্জিত সব টাকা দিয়ে পোস্ট অফিস রোডে রশিদ মহল নামে চারতলা ভবন নির্মাণ করেন। তাতে ১০টি ফ্ল্যাট রয়েছে। তার পুত্র ৪ বছর ধরে এসব ফ্ল্যাটের ভাড়া উত্তোলন করে একাই আত্মসাৎ করেছে। গত ৪ বছরে সে প্রায় সাড়ে ৩৮ লাখ টাকা আত্মসাৎ করেছে। তার পুত্র সরোয়ার প্রথমে ১৬ আগস্ট ও পরে ১৯ আগস্ট পিতাকে মারধর করে। ১৬ আগস্ট পুত্রের কাছে চিকিৎসার জন্য কিছু টাকা চান অসুস্থ পিতা। কিন্তু কোনো টাকা না দিয়ে উলটো পিতাকে মারধর করে। তার ভাতিজারা তার চিকিৎসার টাকা বহন করে।