Monday, September 16, 2024

মাদারীপুর কবরস্থানের জমি দখল করে ভবন নির্মাণ

অর্থভুবন ডেস্ক

মাদারীপুরে কবরস্থানের জমি দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় এক নারীর বিরুদ্ধে। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার জমির অংশীদার চৌধুরী মাহাবুবুল আলম বাদী হয়ে অভিযুক্ত শারমিন আক্তারকে বিবাদী করে বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করেছেন। মামলাটি আদালত আমলে নিয়ে কবরস্থানের জমিতে সব ধরনের নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়ে ১৪৪ ধারা জারি করেছেন। এর আগে গত বুধবার নির্মাণকাজ বন্ধের দাবি জানিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে একটি লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয়রা।

 

মাদারীপুর পৌরসভা ও অভিযোগ সূত্রে জানা গেছে, প্রায় ৬০ বছর আগে চৌধুরী আফতাব উদ্দিন ও রফিজ উদ্দিন হাওলাদারের পারিবারিক জমি মাদারীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ১০৭ নম্বর পানিছত্র মৌজায় ৫১৫ নং বিআরএস ও ১২০৩ দাগের ৭ শতাংশ জমি কবরস্থানের নামে রেকর্ড রয়েছে। এই কবরস্থানের ৪ শতাংশ জমি জোরপূর্বক দখলে নিয়ে গত তিন-চার মাস আগে ভবন নির্মাণ শুরু করেন শহরের কুকরাইল এলাকার দুবাইপ্রবাসী আলী হোসেন ভূইয়ার স্ত্রী শারমিন আক্তার।

মাদারীপুর পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম চৌধুরী বলেন, ‘শুরু থেকেই ভবন নির্মাণ বন্ধ করতে অনুরোধ করা হয়েছে।’

অভিযোগের বিষয় জানতে চাইলে শারমিন আক্তার বলেন, ‘বিআরএসে ভুল করে আমাদের জমির কিছু অংশ কবরস্থানের নামে রেকর্ড হয়েছে।

 
ভুল সংশোধনের জন্য আমরা আবেদন করেছি। সংশোধন হয়ে গেলে আমাদের জমি নিয়ে আর কোনো ঝামেলা থাকবে না।’

 

জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান বলেন, ‘অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা ভূমি কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে।’

 
spot_imgspot_img

ইউক্রেন সীমান্ত এলাকায় রাশিয়ার মালবাহী ট্রেন লাইনচ্যুত

ইউক্রেন সীমান্তবর্তী রাশিয়ার একটি এলাকায় দেশটির মালবাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়েছে। অনুমোদিত না এমন ব্যক্তিদের হস্তক্ষেপের পর ট্রেনটি লাইনচ্যুত হয়। বুধবার রেল অপারেটর এ...

ইসরাইলকে মৌলিক পরিবর্তনের আহ্বান ব্লিঙ্কেনের

মার্কিন পররাষ্ট্র মন্ত্রী এন্টনি ব্লিঙ্কেন ইসরাইলের প্রতি পশ্চিমতীরে তাদের কার্যক্রমে মৌলিক পরিবর্তনের আহ্বান জানিয়েছেন। পশ্চিমতীরে সম্ভবত একজন মার্কিন নাগরিককে হত্যার কথা ইসরাইলের সামরিক বাহিনীর স্বীকারের...

২০২০ সালের নির্বাচনে হার মানতে আবারো অস্বীকার ট্রাম্পের

যুক্তরাষ্ট্রে আগামী ৫ নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ২০২০ সালের নির্বাচনে তার পরাজয় মেনে নিতে আবারো অস্বীকার করেছেন। মঙ্গলবার ডেমোক্র্যাটিক প্রতিদ্বন্দ্বী...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here