Sunday, October 6, 2024

ইআরএফ কর্মশালায় বক্তারা ইইউয়ে রপ্তানির চ্যালেঞ্জ আছে, সুযোগও আছে

অর্থভুবন ডেস্ক

রপ্তানিকারকদের জন্য ইউরোপীয় ইউনিয়নে শুল্কমুক্ত কাঁচামাল আমদানি করাসহ বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। চ্যালেঞ্জের মধ্যে রয়েছে অভ্যন্তরীণ বাজারে একটি নির্দিষ্ট মানদণ্ডের অভাব, তথ্য ও জ্ঞানের অভাব, অপর্যাপ্ত লজিস্টিক সুবিধা। তবে এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য বেশ কিছু উপায় রয়েছে। এর মধ্যে অন্যতম হচ্ছে ইউরোপীয় ইউনিয়নে রপ্তানি বৈচিত্র্যকরণের জন্য সম্ভাব্য শনাক্ত করা, বন্ডেড ওয়্যার হাউসের সুবিধা নিশ্চিত করা, মান যাচাইয়ের কর্তৃপক্ষ ও প্রতিষ্ঠানের সক্ষমতা জোরদার করা, বাণিজ্য খরচ কমানো।

গতকাল রবিবার ঢাকার পল্টন টাওয়ারে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) কার্যালয়ে প্রশিক্ষণ কর্মশালায় মূল প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। র‌্যাপিড চেয়ারম্যান এম এ রাজ্জাক এই প্রতিবেদন উপস্থাপন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম। কর্মশালায় সভাপতিত্ব করেন ইআরএফ প্রেসিডেন্ট রেফাতউল্লাহ মৃধা।

প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, ‘আমদানি পণ্য বেশি দামে কিনতে হচ্ছে বলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হচ্ছে না। বরং উসকে দিচ্ছে মূল্যস্ফীতি। তবে আগামী ফসল সরবরাহ মৌসুমে মূল্যস্ফীতি কমে আসবে।’ রপ্তানি বৈচিত্র্যকরণের বিষয়ে তিনি বলেন, রপ্তানি বৈচিত্র্যময় করার জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে।

 
এর মধ্যে ট্যারিফ পলিসিতে বেশ কিছু সংশোধন করা হয়েছে। ভবিষ্যতে নন-গার্মেন্টস পণ্য রপ্তানিতে গুরুত্ব দেওয়া হবে।

 

পিআরডি চেয়ারম্যান এম এ রাজ্জাক বলেন, ইইউ বাজারে রপ্তানির জন্য আন্তর্জাতিক মান মেনে চলা অপরিহার্য।

spot_imgspot_img

ইসরাইলে হামলার ঘটনা হস্তক্ষেপ না করতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে ইরান

 ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগশি বুধবার ইসরাইলে ইরানের হামলার ঘটনায় মার্কিন যুক্তরাষ্ট্রকে হস্তক্ষেপ না করতে সতর্ক করেছেন। তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, বার্তাটি তেহরানের সুইস...

জাপানের নতুন প্রধানমন্ত্রী ইশিবাকে অভিনন্দন চীনের শি’র

একটি ‘গঠনমূলক ও স্থিতিশীল’ সম্পর্ক গড়ে তোলার সুযোগকে স্বাগত জানিয়ে জাপানের নতুন প্রধানমন্ত্রী শিগেরু ইশিবাকে অভিনন্দন জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বেইজিং থেকে আজ...

জাতিসংঘের প্রধানকে ‘অবাঞ্চিত’ ঘোষণা ইসরাইলের

ইসরাইলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার সুনিদিষ্টভাবে নিন্দা করতে ব্যর্থতার অভিযোগে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসকে ‘অবাঞ্চিত’ ঘোষণা করেছে ইসরাইল।  আজ বুধবার ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী কাৎজ’র এক বিবৃতির উদ্ধৃতি...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here