Saturday, December 7, 2024

নিউ ইয়র্কে বাণিজ্য মেলা শুরু ২২ সেপ্টেম্বর

নিউ ইয়র্কের হিলটন মিডটাউন হোটেলে আগামী ২২-২৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ‘বাংলাদেশি অভিবাসী দিবস ও বাণিজ্য মেলা-২০২৩’। ইউএসএ-বাংলাদেশ বিজনেস লিংক এবং গ্রেটার নিউ ইয়র্ক চেম্বার অব কমার্স এ মেলার আয়োজন করেছে। এতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সরকারের ৫০ জন উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল অংশ নেবে। বাংলাদেশ দলের প্রতিনিধিত্ব করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

আর নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর ক্যাথি হোকুল, নিউ ইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামসহ ২০ জনের প্রতিনিধিদল এতে অংশ নেবে।

ইউএসএ-বাংলাদেশ বিজনেস লিংকের প্রেসিডেন্ট এবং সিইও বিশ্বজিত সাহা বলেন, ‘সপ্তমবারের মতো এই আয়োজনের প্রতিপাদ্য সুযোগের উন্মোচনে স্মার্ট অর্থনীতি। ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) আয়োজনটি সফল করতে সার্বিক সহযোগিতা করছে। এতে প্রায় ১২০টি স্টল অংশ নেবে।

যুক্তরাষ্ট্রের উদ্যোক্তাদের ৮০টি স্টল এবং অন্য স্টলগুলো আসবে বাংলাদেশ থেকে।

গ্রেটার নিউ ইয়র্ক চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট এবং সিইও মার্ক জেফি বলেন, ‘যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্য সহজতর করার জন্য এই আয়োজন।’

বাংলাদেশি অভিবাসী দিবস ও বাণিজ্য মেলার আহ্বায়ক ডাক্তার জিয়াউদ্দিন আহমেদ বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান, প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান, নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস, নিউ ইয়র্ক স্টেটের কম্পট্রোলার থমাস পি. ডিনাপোলি এবং নিউ ইয়র্ক স্টেটের গভর্নর ক্যাথি হোকুল এই আয়োজনে অংশ নেবেন বলে নিশ্চিত করেছেন।’

spot_imgspot_img

ছবিটা তুলে রাখুন ঐতিহাসিক হয়ে থাকবে : ড. ইউনূস

গ্রামীণ টেলিকমের শ্রমিক-কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৫ কোটি টাকা আত্মসাৎ এবং পাচারের অভিযোগে করা মামলায় জামিন পেয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস।...

মায়ের ঘুমপাড়ানি সুর শান্তিধারা

আমাদের জোনাকজ্বলা গ্রাম বিদ্যুৎ তখনও দেখেনি। সন্ধ্যার কাছে বিকেল নতজানু হতেই সবুজ পাহাড়েরা মিশকালো হয়ে যায়। ফলে- আমরা চালের ফুটো দিয়ে চাঁদ দেখি, আর...

মাহবুবা ফারজানা নতুন তথ্য সচিব

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন বেগম মাহবুবা ফারজানা। তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) ছিলেন। তাকে সচিব পদে পদোন্নতি...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here