নিউ ইয়র্কের হিলটন মিডটাউন হোটেলে আগামী ২২-২৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ‘বাংলাদেশি অভিবাসী দিবস ও বাণিজ্য মেলা-২০২৩’। ইউএসএ-বাংলাদেশ বিজনেস লিংক এবং গ্রেটার নিউ ইয়র্ক চেম্বার অব কমার্স এ মেলার আয়োজন করেছে। এতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সরকারের ৫০ জন উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল অংশ নেবে। বাংলাদেশ দলের প্রতিনিধিত্ব করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
ইউএসএ-বাংলাদেশ বিজনেস লিংকের প্রেসিডেন্ট এবং সিইও বিশ্বজিত সাহা বলেন, ‘সপ্তমবারের মতো এই আয়োজনের প্রতিপাদ্য সুযোগের উন্মোচনে স্মার্ট অর্থনীতি। ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) আয়োজনটি সফল করতে সার্বিক সহযোগিতা করছে। এতে প্রায় ১২০টি স্টল অংশ নেবে।
গ্রেটার নিউ ইয়র্ক চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট এবং সিইও মার্ক জেফি বলেন, ‘যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্য সহজতর করার জন্য এই আয়োজন।’
বাংলাদেশি অভিবাসী দিবস ও বাণিজ্য মেলার আহ্বায়ক ডাক্তার জিয়াউদ্দিন আহমেদ বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান, প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান, নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস, নিউ ইয়র্ক স্টেটের কম্পট্রোলার থমাস পি. ডিনাপোলি এবং নিউ ইয়র্ক স্টেটের গভর্নর ক্যাথি হোকুল এই আয়োজনে অংশ নেবেন বলে নিশ্চিত করেছেন।’