Thursday, February 13, 2025

সোনালী ব্যাংকে অডিট ম্যানেজমেন্ট সফটওয়্যার ব্যবহার নিয়ে কর্মশালা

অর্থভুবন ডেস্ক
 
কর্মশালায় প্রধান কার্যালয়ের সব ডিভিশন, সব জেনারেল ম্যানেজারস’ অফিস, স্থানীয় কার্যালয়, সব প্রিন্সিপাল অফিস, সব করপোরেট শাখা এবং সব শাখার বাণিজ্যিক অডিট সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।

 

সোনালী ব্যাংক পিএলসি আয়োজিত বাণিজ্যিক অডিট নিষ্পত্তির বিশেষ উদ্যোগ (ক্রাশ প্রোগ্রাম) বাস্তবায়নে অডিট অধিদপ্তর প্রণীত অডিট ম্যানেজমেন্ট অ্যান্ড মনিটরিং সিস্টেম সফটওয়্যার ব্যবহার নিয়ে কর্মশালার আয়োজন করা হয়েছে।

ব্যাংকের প্রধান কার্যালয়ের সম্মেলনকক্ষে বুধবার এ অনলাইন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন ব্যাংকের সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর মো. আফজাল করিম।

 

ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মীর মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ের অতিরিক্ত উপ-মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মো. সাইদুর রহমান সরকার, ব্যাংকের চিফ অডিট অফিসার ইমরান আহমেদ, বাণিজ্যিক অডিট অধিদপ্তরের উপপরিচালক মো. মহসীন মিয়া এবং ট্যাপওয়্যার সলিউশনস লিমিটেডের আইটি সাপোর্ট ইঞ্জিনিয়ার শরিফুল ইসলাম।

এ ছাড়া প্রধান কার্যালয়ের এক্সটার্নাল অডিট অ্যান্ড কমপ্লায়েন্স ডিভিশনের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. বাবুল হাওলাদারসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কর্মশালায় প্রধান কার্যালয়ের সব ডিভিশন, সব জেনারেল ম্যানেজারস’ অফিস, স্থানীয় কার্যালয়, সব প্রিন্সিপাল অফিস, সব করপোরেট শাখা এবং সব শাখার বাণিজ্যিক অডিট সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।

spot_imgspot_img

দুপুরে হালকা বিশ্রাম নেওয়ার সুফল

দুপুরে কিছু সময় বিশ্রাম নেওয়াকে আরবিতে ‘কায়লুলাহ’ বলা হয়। যদি রাতের সময় যথেষ্ট পরিমাণে ঘুম না হয় বা কোনো কারণে রাতের ঘুম পূর্ণ না...

রংপুর ও সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে

আবহাওয়া অফিস জানিয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে রংপুর ও সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি...

জুলাই শহীদ পরিবারদের এককালীন টাকার পাশাপাশি মাসিক ভাতা ও চাকরির কথা বলা হয়েছে : নাহিদ

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন নির্মূলে বিগত আওয়ামী লীগ সরকারের বিভিন্ন বাহিনীর হাতে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারকে এককালীন টাকার পাশাপাশি মাসিক ভাতা এবং পরিবারের সদস্যদের...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here