অর্থভুবন ডেস্ক
এডিস মাঝারি আকৃতির মশা। এর গায়ে সাদা রঙের ডোরাকাটা দাগ থাকে বলে অন্য মশা থেকে এটাকে সহজেই আলাদা করা সম্ভব। দিনেরবেলা এডিস মশা কামড়ায়। তবে অনেকের মতে এডিস মশা সক্রিয় হয় উজ্জ্বল আলোতে। তাই ঘর আলোকিত থাকলে রাতেও এরা শরীরের যে কোনো জায়গায় কামড়াতে পারে। সাধারণ এডিস মশা কামড়ালে ডেঙ্গু হয় না। তবে যে এডিস মশাটি ডেঙ্গু রোগের ভাইরাস বহন করে, সেটি কামড়ালে ডেঙ্গু হতে পারে। ডেঙ্গু আক্রান্ত রোগীর দেহ থেকে রক্ত পান করে সুস্থ কারও দেহে কামড় দিলে তার মধ্যে ডেঙ্গুর জীবাণু প্রবেশ করার সুযোগ থাকে। জমে থাকা পানিতে এডিস মশা ডিম পাড়ে। সহজেই এডিস মশার আক্রমণ থেকে নিজেকে রক্ষা করা যায়। সে জন্য দিনেরবেলা পায়ে মোজা ব্যবহার করতে হবে। ফুল হাতার জামা পরতে হবে। দিনে ও রাতে ঘুমানোর সময় মশারি ব্যবহার করতে হবে। দরজা-জানালায় মশারোধী নেট লাগাতে হবে।