Friday, October 11, 2024

ড্যাশবোর্ডে মাঠের ভূমিসেবা মনিটরিং হচ্ছে: ভূমিমন্ত্রী

অর্থভুবন ডেস্ক

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন ড্যাশবোর্ডের মাধ্যমে মাঠপর্যায়ের ভূমিসেবা নিবিড়ভাবে মনিটরিং করা হচ্ছে। সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বিভাগীয় কমিশনার সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি রোববার এ কথা বলেন। 

ভূমি সচিব খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় সব বিভাগীয় কমিশনার এবং ভূমি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিতি ছিলেন। 

ভূমিমন্ত্রী বলেন, দুঃখজনক হলেও সত্যি, নাগরিক হয়রানির প্রচুর অভিযোগ পাওয়া যাচ্ছে। জাতীয় স্বার্থে দুর্নীতিমুক্ত ভূমিসেবা নিশ্চিতে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। ড্যাশবোর্ডে কাজের অগ্রগতি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

ভূমিমন্ত্রী বিভাগীয় কমিশনারদের নিয়মিত ভূমি অফিসের ড্যাশবোর্ড নিবিড়ভাবে মনিটর করার অনুরোধ করেন। 
ভূমিসেবা বিষয়ে দেশব্যাপী সচেতনতা বাড়াতে গুরুত্বারোপ করে সাইফুজ্জামান চৌধুরী বলেন, সরকারি কর্মকর্তাদের সব পর্যায়ের ভূমিসেবা গ্রহীতাদের কথা বিবেচনা করে তাদের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার ব্যবস্থা নিতে হবে। 

সভাপতির বক্তব্যে ভূমি সচিব বিভাগীয় কমিশনারদের জানান, এ পর্যন্ত দেশের ৪০ জেলায় ভূমি কর্মকর্তাদের হাতেকলমে ডিজিটাল ভূমিসেবা প্রদানবিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বাকি জেলাগুলোতেও এ প্রশিক্ষণ পরিচালনা করা হবে। 

এ সময় তিনি জানান, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইন অনুযায়ী এখন থেকে বিআইডব্লিউটিএ ছাড়াও পানি উন্নয়ন বোর্ড বা অন্য কোনো সরকারি সংস্থা হাইড্রোগ্রাফিক জরিপ পরিচালনা করতে পারবে। 

 

 
 
 
 
 
spot_imgspot_img

মানুষ তার ইচ্ছা পরিমাণ বড় হয়, সময় লাগলেও ভাঙাড়ি বেচে স্বর্ণের বাড়ি!

অর্থভুবন প্রতিবেদক ‘যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখ তাই, পাইলে পাইতে পার অমূল্য রতন’। বাস্তবেও অনেকটা ছাই কুড়িয়েই রীতিমতো নিজের ভাগ্য বদলে ফেলেছেন এক ব্যক্তি। শুনতে...

বীর প্রজন্ম একাডেমীর পথচলা শুরু

অর্থভুবন প্রতিবেদক বিশ্বের প্রতিটি নামি ফুটবল ক্লাবের হৃৎপিন্ড আসলে সেই ক্লাবটির অ্যাকাডেমি। খুদে বয়স থেকেই ফুটবলার গড়ার প্রক্রিয়া নিজেদের অ্যাকাডেমির মাধ্যমেই শুরু করে দেয় ক্লাবটি।...

ইসরাইলে হামলার ঘটনা হস্তক্ষেপ না করতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে ইরান

 ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগশি বুধবার ইসরাইলে ইরানের হামলার ঘটনায় মার্কিন যুক্তরাষ্ট্রকে হস্তক্ষেপ না করতে সতর্ক করেছেন। তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, বার্তাটি তেহরানের সুইস...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here