অর্থভুবন প্রতিবেদক
মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজে তিন সপ্তাহব্যাপী ক্যাপস্টোন কোর্স ২০২৩/২ বুধবার শেষ হয়েছে। বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী প্রধান অতিথি হিসাবে সম্মানিত ফেলোদের মধ্যে সনদপত্র বিতরণ করেন। এ কোর্সে সংসদ-সদস্য, সিনিয়র সামরিক ও পুলিশ কর্মকর্তা, বিশিষ্ট শিক্ষাবিদ, সিনিয়র চিকিৎসক, সরকারি ও বেসরকারি সংস্থার সিনিয়র প্রতিনিধি, কূটনীতিক এবং করপোরেট নেতাসহ ৩১ জন ফেলো অংশ নেন। ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মো. আকবর হোসেন জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে সহিষ্ণুতার সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার জন্য সব ফেলোকে আন্তরিকভাবে অনুরোধ করেন। আইএসপিআর।