অর্থভুবন ডেস্ক
স্কয়ার পরিবারের সদস্যদের সন্তানদের সঙ্গীত প্রতিভা অন্বেষণে পাবনা থেকে শুরু হয়েছে সুরের সেরা জুনিয়র’র অডিশন পর্ব। উৎসবমুখর পরিবেশে স্কয়ার কিন্ডারগার্টেন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে শনিবার থেকে এ অডিশনে অংশ নিচ্ছে স্কয়ার পরিবারের বিভিন্ন প্লান্টে কর্মরতদের সন্তান এবং স্কয়ার ও এসট্রাস স্কুলের শতাধিক ক্ষুদে প্রতিযোগী। আয়োজকরা জানান, এ রিয়েলিটি শো’ এর মূল উদ্যোক্তা স্কয়ার গ্রুপের পরিচালক বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু। এ রিয়েলিটি শোতে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন সঙ্গীত শিল্পী কামরুজ্জামান রাব্বি ও রন্টি দাস। পাবনা ছাড়াও আগামী ১৯ সেপ্টেম্বর ভালুকা এবং ২২ সেপ্টেম্বর ঢাকা ভেন্যুতে এ প্রতিযোগিতায় অংশ নেবেন স্কয়ার পরিবারের ক্ষুদে সঙ্গীত শিল্পীরা।