Monday, September 16, 2024

মাত্রাতিরিক্ত গরমে বেঁকে গেল রেললাইন

অর্থভুবন ডেস্ক

মাত্রাতিরিক্ত গরমে সিলেট-আখাউড়া রেল রুটের শমশেরনগর-মনু রেলস্টেশনের মাঝামাঝি রেলগেট এলাকায় রেললাইন আঁকাবাঁকা হয়ে যায়। খবর পেয়ে সংশ্লিষ্টরা পানি, বালি ও কাঁদা ফেলে পরিস্থিতি স্বাভাবিক করে। রোববার বেলা ২টা ৫৫ মিনিট থেকে ৩টা ১৪ মিনিট পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকে। এতে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ২০ মিনিট আটকা পড়ে।

শমশেরনগর রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, দিনভর প্রচণ্ড রোদ ও গরমে রেললাইন আঁকাবাঁকা হয়ে পড়ে। এতে ট্রেন চলাচলে বিঘ্ন দেখা দেয়। শমশেরনগর স্টেশন ছেড়ে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেসের প্রায় ৩ কিমি. যেতে ৭ মিনিট সময় লাগে। শমশেরনগর বিমানবাহিনী ইউনিটের রেলগেট এলাকায় যাওয়ার পর ট্রেনের গতি হ্রাস পায় এবং এক পর্যায়ে ট্রেনটি আটকা পড়ে।

রেলপথ রক্ষণাবেক্ষণকারী মিস্ত্রি রিপন মিয়া বলেন, খবর পেয়ে আমরা পাশের ছড়া থেকে পানি, বালি ও কাঁদা এনে রেললাইনে ছিটিয়ে দেই। লাইন স্বাভাবিক হলে ট্রেন ছেড়ে যায়। শমশেরনগর রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার উত্তম দেব বলেন, সাধারণত ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উপরে থাকলে অনেক সময় রেলপথ বেঁকে পড়ে। মাত্রাতিরিক্ত গরমে রেলগেট এলাকায় রেলপথের কিছু লাইন বেঁকে যাওয়ায় পাহাড়িকা এক্সপ্রেস আটকা পড়ে।

 

 
spot_imgspot_img

ইউক্রেন সীমান্ত এলাকায় রাশিয়ার মালবাহী ট্রেন লাইনচ্যুত

ইউক্রেন সীমান্তবর্তী রাশিয়ার একটি এলাকায় দেশটির মালবাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়েছে। অনুমোদিত না এমন ব্যক্তিদের হস্তক্ষেপের পর ট্রেনটি লাইনচ্যুত হয়। বুধবার রেল অপারেটর এ...

ইসরাইলকে মৌলিক পরিবর্তনের আহ্বান ব্লিঙ্কেনের

মার্কিন পররাষ্ট্র মন্ত্রী এন্টনি ব্লিঙ্কেন ইসরাইলের প্রতি পশ্চিমতীরে তাদের কার্যক্রমে মৌলিক পরিবর্তনের আহ্বান জানিয়েছেন। পশ্চিমতীরে সম্ভবত একজন মার্কিন নাগরিককে হত্যার কথা ইসরাইলের সামরিক বাহিনীর স্বীকারের...

২০২০ সালের নির্বাচনে হার মানতে আবারো অস্বীকার ট্রাম্পের

যুক্তরাষ্ট্রে আগামী ৫ নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ২০২০ সালের নির্বাচনে তার পরাজয় মেনে নিতে আবারো অস্বীকার করেছেন। মঙ্গলবার ডেমোক্র্যাটিক প্রতিদ্বন্দ্বী...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here